শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

তারিখ:

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্নফাঁসের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে ছাত্রজোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগর প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে সমাবেশে মিলিত হয়।

ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সভাপতি প্রদীপ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আশিকুল ইসলাম তুহিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলার সাবেক আহবায়ক প্রত্যয়ী মিজান। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক আবু রায়হান বকসি।

নেতৃবৃন্দ বলেন, সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস আজ মামুলি ব্যপারে পরিণত হয়েছে। চলমান এসএসসি পরীক্ষার শুরুতেই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আন্দোলন করে আসছে, যাতে এবারের পরীক্ষায় প্রশ্নফাঁস না হয়। কিন্তু আমরা দেখলাম ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস হয়েই যাচ্ছে। প্রশ্নফাঁসের মাধ্যমে একটা শিক্ষাব্যবস্থা ধ্বংসের আয়োজন চলছে। শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁস বন্ধে সম্পূর্ণরূপে ব্যর্থ।

সমাবেশ থেকে জোট নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষমন্ত্রীর পদত্যাগ এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়তে পারেন: পীরগঞ্জে দুই দিনের সফরে আসছেন স্পিকার

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...