দেশে ফিরলেন নায়েক রাজ্জাক

তারিখ:

বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যেই নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে টেকনাফ থেকে মিয়ানমারের মংডুর উদ্দেশে রওনা দেয় বিজিবির প্রতিনিধি দল। সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ৪২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু-জার আল জাহিদ।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্য আব্দুর রাজ্জাককে গত ১৭ জুন (বুধবার) নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এর আট দিন পর গতকাল তাকে মিয়ানমার থেকে দেশে ফেরত আনা হলো।

মিয়ানমারের মংডুতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

বিজিবির মহাপরিচালক বলেছেন, আব্দুর রাজ্জাকের সাথে কথা বলে তাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে, সে ব্যাপারে মিয়ানমারের কাছে জবাব চাওয়া হবে।

বিজিবি প্রতিনিধি দল যখন আব্দুর রাজ্জাককে নিয়ে টেকনাফ সীমান্তে পৌঁছায়, তখন সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তাকে অল্পসময় কথা বলতে দেয়া হয়।

সেখানে সাংবাদিকদের কাছে আব্দুর রাজ্জাক বলেছেন, তাকে ধরে নিয়ে যাওয়ার সময় সংঘর্ষে বা হাতাহাতিতে তিনি নাকে আঘাত পেয়েছিলেন। এরপর তিনি ভাল ছিলেন এবং এখন তিনি সুস্থ আছেন।

ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা আর না ঘটে, সেজন্য দু’পক্ষই ১৯৮০সালের সীমান্ত চুক্তি এবং সব আইন মেনে চলার ব্যাপারে একমত হয়েছে বলে জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...
Exit mobile version