আবাদী জমি ধ্বংস করে সোলারপ্ল্যান্ট নির্মাণের বিরুদ্ধে ছাওলা চরের মানুষ

তারিখ:

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা চরে বসতভিটা ও আবাদী জমি ধ্বংস করে আর.টি.কে এনার্জি সলিউশন লিমিটেডের সোলারপ্ল্যান্ট নির্মাণের পাঁয়তারার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকার মানুষ।

গত ২ মে ২০১৮ বিকেল ৫টায় ছাওলা চরে বসতভিটা ও আবাদী জমি রক্ষার আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন প্রধান শিক্ষক মফিজুল হক মাস্টারের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক বীরেন শীল, প্রভাষক শামসুল আলম, সমাজসেবক ফারাজ প্রামাণিক, নয়া মিয়া, সাত্তার মুন্সি, আবু বক্কর সিদ্দিকী, শরফুদ্দিন মেম্বার, জাবেদ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রায়হান বকসী প্রমুখ।

বক্তারা বলেন, আর.টি.কে এনার্জি সলিউশন লিমিটেড আমাদের বসতভিটা ও আবাদী জমি থেকে উচ্ছেদ করে সোলার প্ল্যান্ট নির্মাণের পাঁয়তারা করছে। আমরা জীবন থাকতে তা হতে দিব না। ইতোমধ্যে এই কোম্পানী দালালদের মাধ্যমে আমাদের জমি বিক্রির জন্য কখনো প্রলোভন, কখনো হুমকি দিচ্ছে। কৃষি জমি ধ্বংস করে এ ধরণের প্রকল্প সম্পূর্ণ বেআইনী। এদের কারণে আতঙ্ক আর উৎকন্ঠায় আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। সরকার-প্রশাসন কি এই অন্যায়-জুলুম চোখে দেখে না?

বক্তারা বলেন, অনতিবিলম্বে যদি এই অশুভ পাঁয়তারা বন্ধ না হয় তাহলে আমরা সংগ্রাম কমিটি গঠন করে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

আরও পড়তে পারেন: বালু তুলতে গিয়ে মিলল মুক্তিযুদ্ধের ট্যাংক!

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...