নোয়াখালীর হাতিয়ায় জলদস্যু কমান্ডার ‘বন্দুকযুদ্ধে’ নিহত

তারিখ:

নোয়াখালীর হাতিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু মো. বাহারউদ্দিন (৪৩) নিহত হয়েছেন। এ সময় আরো চারজনকে আটক করা হয়েছে। সাথে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ছয়টি আগ্নেয়াস্ত্রসহ আটক চারজনকে থানায় আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা যায়, নিহত মো. বাহারউদ্দিন জলদস্যুর কমান্ডার। পিতার নাম শাহ আলম। তিনি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীরচর গ্রামের বাসিন্দা ছিলেন।

আরও পড়তে পারেন : ২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচী চূড়ান্ত

১৬ জুন (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীরচর গ্রামের সূর্যমুখী খালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আটক ৪জনরা হলেন- রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউসুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...