পীরগঞ্জের পূর্বতন ইউএনও ওয়াহিদা খানম দুর্বৃত্তদের হামলায় আহত

তারিখ:

পীরগঞ্জের পূর্বতন ইউএনও ওয়াহিদা খানম দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। ওয়াহিদা খানম বর্তমানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, রাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত ইউএনওর বাসভবনের টয়লেটের ভেল্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। ইউএনও টের পেলে দুর্বৃত্তরা তাকে সরাসরি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার বাবা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়।

ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়।

রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহুল হোসেন ওয়াহিদার স্বামী। ওয়াহিদা খানমের বাবা ওমর আলী নওগাঁ থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওমর আলী হামলায় আহত হয়ে ভোরে বাইরে এসে স্থানীয় মানুষজনকে খবর দিলে বিষয়টি সবাই জানতে পারে।

আরও পড়তে পারেন: পীরগঞ্জে সাংবাদিককে লাঞ্চিত করায় যুবক গ্রেফতার

ওয়াহিদার বাবা ওমর আলী পুলিশকে বলেছেন, কেউ একজন রাতে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢোকে। টের পেয়ে ওয়াহিদা খানম এগিয়ে গেল তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় স্থাপন করা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের মাধ্যমে।

ঠিক কী কারণে এমন হামলার ঘটনা ঘটলো, তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে বাংলাদেশে উপজেলা প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তার উপর এ ধরণের হামলা নজিরবিহীন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গুরুতর আহত ওয়াহিদা খানমকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওয়াহিদা খানমকে আইসিউতে রাখা হয়েছে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...