হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

তারিখ:

গতকাল রোববার ছিলো প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে জড় হয়েছিলেন অগণিত ভক্ত, তাঁর স্ত্রী ও সন্তানসহ পরিবারের বেশির ভাগ সদস্য।

গাজীপুরের হোতাপাড়া এলাকায় নুহাশ পল্লীতে কবর জিয়ারত ছাড়াও বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সবাই। এ ছাড়া, নেত্রকোনার মোহনগঞ্জে মিলাদ মাহফিলের আয়োজন এবং ময়মনসিংহে হ‌ুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করা হয়।

গতকাল সকাল সাড়ে ১১টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে গেলে ভক্তরা তাঁদের এক নজর দেখার জন্য ভিড় জমান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফুল দিয়ে নিষাদ ও নিনিত বাবার কবরে শ্রদ্ধা জানান। শাওন স্বামীর ভক্তদের সঙ্গে কবর জিয়ারত করেন। এ সময় শাওনের সঙ্গে তাঁর বোন সেজুতি ও নাট্যকর্মী চয়নিকা চৌধুরীও উপস্থিত ছিলেন।

মেহের আফরোজ শাওন উপস্থিত সাংবাদিকদের বলেন, “আমি হ‌ুমায়ূনকে কেবল মৃত্যু বা জন্মবার্ষিকীর দিনেই স্মরণ করি না, সারা বছরই তাঁকে স্মরণ করি। কোনো কর্মসূচি দিয়ে তাঁকে স্মরণ করি না।”

স্বামীর ক্যানসার হাসপাতাল স্থাপনের ইচ্ছা প্রসঙ্গে সাংবাদিকদের শাওন বলেন, “হ‌ুমায়ূনের এ স্বপ্নটা আমরাও পোষণ করি, লালন করি। কিন্তু বড় আকারে ওই হাসপাতাল স্থাপনের জন্য যেভাবে প্রিপারেশনটা দরকার, সেই প্রিপারেশনটা আমার একার নেই। এ জন্য অনেক মানুষকে একত্রিত করা দরকার।”

বিকেলে হ‌ুমায়ূন আহমেদের ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব, তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রোকসানা আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্য হ‌ুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুবরণ করেন বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

২০১১ সালে তাঁর ক্যানসার ধরা পড়লে পরের বছরের মাঝামাঝি সময় তাঁর অন্ত্রে অস্ত্রোপচার করা হয়। পরে অস্ত্রোপচারের স্থানে ইনফেকশন হলে ২০১২ সালের ১৯ জুলাই তাঁর মৃত্যু হয়।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...