অটোরিক্সা বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি বাসদ এর

তারিখ:

বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা সংগঠক পলাশ কান্তি নাগ এক যৌথ বিবৃতিতে অটোরিক্সা বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।

গতকাল এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, লক্ষ লক্ষ বেকার গরীব শ্রমজীবী মানুষ অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সরকার বিশাল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা না করে একের পর এক কর্মসংস্থানের পথ বন্ধ করে দিচ্ছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিক্সা বন্ধ, হকার উচ্ছেদ ইত্যাদি পদক্ষেপ গরীব মানুষের পেটে লাথি মারা ভিন্ন অন্য কিছু নয়। মহাসড়কে দূর্ঘটনার জন্য এককভাবে অটোরিক্সা দায়ী হতে পারে না। যদি সরকারের কথামত অটোরিক্সা দায়ী হয়, তাহলে অটোরিক্সার জন্য বিকল্প লেনের ব্যবস্থা না করে বন্ধের সিদ্ধান্ত কেন? এই অটোরিক্সার কারণে সাধারণ মানুষের যাতায়াতে অনেক সময় ও অর্থের অপচয় কমেছে।

নেতৃবৃন্দ আরো বলেন, বৃহৎ পূঁজির বাস মালিক সিন্ডিকেটের স্বার্থে এবং তাদের পরিবহন ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সরকার অটোরিক্সা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

নেতৃবৃন্দ, রংপুরসহ দেশের বিভিন্নস্থানে অটোরিক্সা চালকদের আন্দোলনে পুলিশী হামলা ও লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেইসাথে, দমন-পীড়নের পথ পরিহার করে অবিলম্বে অটোরিক্সা বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...