সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর

তারিখ:

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি একসঙ্গে কার্যকর হয়েছে৷

কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখারউদ্দিন জানিয়েছেন, ”১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়েছে।” ২০১০ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শুরু হওয়ার পর এই নিয়ে মোট চারজনের ফাঁসির দণ্ড কার্যকর হলো৷ এর আগে ২০১৩ সালের ১২ই ডিসেম্বর জামায়ত নেতা কাদের মোল্লা এবং ২০১৫ সালের ১১ই এপ্রিল কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছিল এই ঢাকা কেন্দ্রীয় কারাগারেই৷

স্বাধীনতা যুদ্ধের ৪৪ বছর পর এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো। এর আগে এই দুজনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নামঞ্জুর করেন। তবে সাকা চৌধুরীর পরিবার এবং মুজাহিদের দল জামায়াতে ইসলামী দাবি করেছে যে, তাদের পক্ষ থেকে কোনো প্রাণভিক্ষা চাওয়া হয়নি৷ রাতে কারাগারে শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি। কারাগারের বাইরে নিরাপত্তা প্রহরা জোরদার করা হয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত দু’জনের পরিবারের সদস্যরা রাতে কেন্দ্রীয় কারাগারে দুজনের সাথে শেষবারের মতো দেখা করতে যান।

উল্লেখ্য, আন্তর্জাতিক মান অনুযায়ী হয়নি বলে দাবি করেছিল হিউম্যান রাইটস ওয়াচ-ও৷ তবে বাংলাদেশ সরকার সেসব আপত্তি আমলে নেয়নি৷

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...