পাঁচ হামলাকারীর সংক্ষিপ্ত নাম প্রকাশ, পরিচয় বেরিয়ে আসছে ফেইসবুকেও

তারিখ:

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জিম্মি ঘটনার রক্তাক্ত অবসান ঘটেছে৷  গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে আক্রমণের সাথে জড়িত পাঁচ হামলাকারীর সংক্ষিপ্ত নাম প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। পরিচয় বেরিয়ে আসছে ফেইসবুকেও।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি নিহত পাঁচ জঙ্গির মৃতদেহের ছবির এবং তাদের সংক্ষিপ্ত নামগুলো প্রকাশ করে। নামগুলো হলো- আকাশ, বিকাশ, ডন, বাধন ও রিপন। তবে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত মৃতদেহগুলোর কোনটি কার সে বিষয়ে কোন তথ্য দেয়া হয়নি।

জঙ্গি তৎপরতার ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এরকম একটি ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পাঁচজন তরুণের ছবি প্রকাশ করে বলেছে, এরাই গুলশানের রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। শনিবার রাতে এই ওয়েবসাইটের টুইটার একাউন্টে তাদের ছবি প্রকাশ করা হয়।

গুলশান ক্যাফেতে ‘হামলাকারীদের’ ছবি সাইট ইন্টেলিজেন্স প্রকাশ করার পর তাদের পরিচয় বেরিয়ে আসছে ফেইসবুকেও।  যে পাঁচ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে তার মধ্যে তিনজনের পরিচয় তুলে ধরেছেন তাদের স্কুল-কলেজ সূত্রে পরিচিতজনরা।

তাদের একজন নিব্রাস ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক সহাপাঠীরা সনাক্ত করে তার ছবি ও পরিচয় সামনে এনেছে।

মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

আরও পড়তে পারেন: পীরগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, ৪ দিন পর লাশ উদ্ধার

গুলশান হামলা পরিচালনাকারী
গুলশান হামলা পরিচালনাকারী জঙ্গি দলের সদস্য রোহান ইমতিয়াজ আওয়ামী নেতা ইমতিয়াজ খান বাবুলের পুত্র

মাহবুব রাজীব নামে আরেকজন ফেইসবুকে আরেক জঙ্গির ছবি দিয়েছেন। রোহান ইমতিয়াজ নামের এই ছেলেও স্কলাসটিকার সাবেক ছাত্র। বাবা-মার সঙ্গে তার ছবির পাশে দেওয়া হয়েছে সাইটের ছবি, যেখানে দুই ছবির মধ্যে মিল পাওয়া যায়।

ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ২০ জনের মধ্যে ৯জন ইতালি, ৭ জন জাপানি, তিনজন বাংলাদেশি আর একজন ভারতীয় নাগরিক। নিহতদের সবাইকে শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

জানা যাচ্ছে বাংলাদেশিদের ৩ জনের একজন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার মালিক লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হয়েছেন।

ইশরাত আখন্দ
ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ

নিহত অন্য দু’জন হচ্ছেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর।

ফারাজ আইয়াজ হোসেন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতেন। গ্রীষ্মের ছুটিতে তিনি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। আগামী মাসেই তার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিলো। তার পরিবারের সদস্যরা বলেছেন, ফারাজ তার বন্ধুদের সাথে নিয়ে শুক্রবার হলি আর্টিজান বেকারিতে গিয়েছিলেন।

তথ্যসূত্র: সাইট ইন্টেলিজেন্স, বিডিনিউজ২৪, বিবিসি বাংলা, সিলেট টুডে ২৪

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...