ঈদে সহায়তা পেল পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত লালমনিরহাটের ১২ পরিবার

তারিখ:

ঈদে সহায়তা পেল পীরগঞ্জে দুর্ঘটনায় নিহত লালমনিরহাটের ১২ পরিবার ও আহতরা। ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া আহতদের রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর গ্রুপের পরিচালক রবিন খান।

রবিবার (২৫ জুন) রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে লালমনিরহাট জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনের সাংসদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের ২০ হাজার, আহতদের পাঁচ হাজার টাকা দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ২০ হাজার টাকা, জেলা পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

ব্যক্তি পর্যায়ে রংপুর গ্রুপের পরিচালক লালমনিরহাটের রবিন খান ও স্পেন প্রবাসী রংপুরের এক ব্যক্তির পক্ষ থেকে নগদ টাকা এবং ঈদ উপহার সামগ্রী দিয়েছেন। এছাড়া সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয় নিহতদের প্রত্যেককে ৫০ হাজার নগদ টাকা এবং আহতদেরকেও নগদ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরে আরও অনেকে সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুত দিয়েছেন।

আরও পড়তে পারেন: ১০ বছর তো অনেক দুর্নীতি, লুটপাট করেছেন

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার করে টাকা অর্থ সহায়তা দেন।

এদিকে, রবিবার রাতে নিহত ১২ পরিবারকে রংপুর গ্রুপের পরিচালক ও রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রবিন খান নগদ তিন হাজার করে টাকা ও দুই হাজার টাকার নতুন পোশাক, সেমাই, চিনিসহ বিভিন্ন সামগ্রী দেন। এছাড়া পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের খবর গণমাধ্যমে প্রকাশ হলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর আলমের মাধ্যমে নিহতদের নগদ পাঁচ হাজার করে টাকা তুলে দেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...