রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন – প্রধানমন্ত্রী

তারিখ:

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে বলেন, “মিয়ানমারকে তার রোহিঙ্গা নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করতে ও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।”

প্রধানমন্ত্রী ও সিপিএ ভাইস পেট্রন শেখ হাসিনা আজ রোববার সকালে জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মানবিক দৃষ্টিকোণ থেকে এ বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আপনাদের অনুরোধ জানাবো, রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করুন এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর অব্যাহত চাপ প্রয়োগ করুন।”

শেখ হাসিনা এসময় আরও বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতা শুধু এই অঞ্চলে নয় বরং তা বাইরেও অস্থিরতা সৃষ্টি করেছে। বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব ও কারও সাথে বৈরিতা নয়।– এই নীতির ভিত্তিতে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সাম্প্রতিককালে প্রতিহিংসার শিকার হয়ে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এছাড়া ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়া প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিক এই দেশে অবস্থান করছে।

আরও পড়তে পারেন: পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

সিপিএস চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সিপিএ মহাসচিব আকবর খান, কমনওয়েলথ যুব প্রতিনিধি আইমান সাদিক ও সিপিএ কোষাধক্ষ্য ভিকি ডান বক্তব্য দেন।

‘Continuing to enhance the high standards of performance of parliamentarians’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় সংসদ ও সিপিএ এই কনফারেন্সের আয়োজন করেছে।

এতে ৫২ টি দেশের ১৪৪ টি জাতীয় ও ৪৪টি প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ ৫৫০ জনের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...