রংপুর সিটি নির্বাচনে একমাত্র নারী মেয়র প্রার্থী সুইটি

তারিখ:

নারী ও শিশুর অধিকার নিয়ে কাজ করা সুইটি আনজুম আসন্ন রংপুর সিটি নির্বাচনে একমাত্র নারী যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

নিজের প্রার্থিতা বিষয়ে সুইটি আঞ্জুম বলেন, ‘জানি, নারী হয়ে মেয়র পদে নির্বাচনী লড়াইটা সহজ নয়। এরপরও আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এতে অন্য নারীরাও সাহস পাবে। নারী যে স্বাধীনতা পাওয়ার যোগ্য, তা আজও পায়নি।’

নির্বাচনের প্রেরণার বিষয়ে তিনি বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া উপমহাদেশে নারীদের যে আলোর পথ দেখিয়ে গেছেন সেই পথেই আমি এগিয়ে যাচ্ছি। স্বামী মাসুদুর রহমান বাবলু সব সময় আমার চলার পথে উৎসাহ দেন। শত বাধা-বিপত্তিতেও পাশে থাকেন।

আরও পড়তে পারেন: ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন

তিনি বলেন, ‘নির্বাচনে আমি কোটি টাকা খরচ করতে চাই না। টাকার খেলার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমি যদি মানুষের মন জয় করতে পারি, বিশ্বাস অর্জন করতে পারি তাহলে মানুষ আমাকেই স্বাভাবিকভাবেই জয়ী করবে, এ বিশ্বাস আছে।’

সুইটি আঞ্জুম দীর্ঘ পনেরো বছর ধরে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন। তিনি বেগম রোকেয়া পদক, নারী শান্তি পদক, অমর একুশে স্মৃতি পদকসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তফসিল ঘোষণা করেন। তফিসল অনুসারে প্রথমবারের মতো দলীয় প্রতীকে রংপুরে ভোট হবে আগামী ২১ ডিসেম্বর।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...