বেরোবিতে রোকেয়া দিবসে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

তারিখ:

শনিবার (৯ ডিসেম্বর) বেরোবিতে রোকেয়া দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে আলোচনা সভা পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে জানা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোকেয়া দিবস উপলক্ষে বেরোবিতে আলোচনা সভাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলো। সেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লা, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ফেরদৌস ইসলাম, আলোচক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফরিদুল ইসলাম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক পরিমল চন্দ্র বর্ম্মন।

ক্যাম্পাসের একাধিক সূত্র জানায়, হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে হট্টগোল শুরু করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখের নাম না থাকায় তারা সভাস্থল ত্যাগ করে চলে যান। এরপর আবার তারা দুপুর ১২টার দিকে সভাস্থলে এসে হামলা চালালে আলোচনা সভা পণ্ড হয়ে যায়।

ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া সেখানে হামলা বা ভাঙচুরের কথা অস্বীকার করেন। তিনি জানান, আলোচনা অনুষ্ঠানে জামায়াত শিবিরের অনুসারীরা থাকায় তারা অনুষ্ঠান বর্জন করেছেন।

রোকেয়া দিবস উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাফিউল আযম খান বলেন, ‘ছাত্রলীগের হামলা-ভাঙচুরে আলোচনা অনুষ্ঠানের কোন প্রকার ব্যাঘাত ঘটেনি।’

আরও পড়তে পারেন: গুগল ডুডলে বেগম রোকেয়া

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...