পুলিশ পদে হিজড়া নিয়োগ

তারিখ:

সমাজে পিছিয়ে পড়া ও বঞ্চিত তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের পুনর্বাসন এবং তাদের কর্মক্ষেত্রের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করার প্রচেষ্টা হিসেবে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী অর্থবছর থেকে দেশের ট্রাফিক পুলিশ পদে হিজরাদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

গত বুধবার দুপুরে ঢাকা ট্রিবিউনের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, হিজরাদের নিয়োগ কেবল তাদের লিঙ্গ পরিচয়ের ওপর ভিত্তি করে নয়, বরং একইসাথে তাদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করেও চূড়ান্ত করা হবে।

গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার একটি কমিটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী এএমএ মুহিত।

সরকারিভাবে পরবর্তী বিচার-বিশ্লেষণ অনুযায়ী সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার ধরন কেমন হবে, তা চূড়ান্ত করা হবে।

না নারী, না পুরুষ- তৃতীয় লিঙ্গের মানুষদের বাংলাদেশের সমাজে হিজড়া হিসেবে বহুকাল থেকে পরিচিত থাকলেও এদেশে একটি পৃথক ও স্বতন্ত্র লিঙ্গ হিসেবে তাদের স্বীকৃতি দেয়া হয় ২০১৩ সালে। সেসময় তাদের শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও জোর দেয়া হয়।

২০১৩ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক জরিপ থেকে জানা যায়, দেশে বসবাসরত হিজড়ার সংখ্যা ১০ হাজার।

দীর্ঘদিন ধরেই সামাজিকভাবে একঘরে হয়ে থাকা এবং ন্যূনতম মৌলিক অধিকার না পাওয়ার বিষয়ে অভিযোগ করে আসছেন এদেশে হিজড়া সম্প্রদায়ের মানুষ।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...