কারমাইকেলে শিক্ষার্থীদের চাপে অতিরিক্ত ফি প্রত্যাহার

তারিখ:

রংপুর কারমাইকেল কলেজে এবারের মাস্টার্স ভর্তিতে আই.সি.টি. বিভাগের জন্য অতিরিক্ত ফি আরোপ করে কলেজ প্রশাসন। ফলে প্রত্যেক শিক্ষার্থীকে মাস্টার্স ভর্তিতে গুনতে হয়েছে অতিরিক্ত ১২০০ টাকা করে।

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গত ১৭জুন বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছিলো ভূক্তভোগী শিক্ষার্থীরা। এই বর্ধিত ফি প্রত্যাহার না করা হলে ফরম পূরণের সকল কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিলো তারা। কিন্তু কলেজ প্রশাসন ব্যাপারটিকে গুরুত্ব না দেওয়ায় আজ ১৮ জুন সাধারণ শিক্ষর্থীদের ব্যানারে ব্যাংকে তালা লাগিয়ে ফরম পূরণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বর্মণ ও ছাত্র ফ্রন্ট এর কারমাইকেল কলেজ সভাপতি  আবু রায়হান বকশি। উপস্থিত ছিলেন অরবিন্দ সরকার, মিঠুন চন্দ্র মহন্ত ও আরো অনেকে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ব্যাংকের সামনে জড়ো হয়। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এক পযার্য়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে পুরো বর্ধিত ফি প্রত্যাহারের ঘোষণা জানানো হয়। ৩৫০ জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে যদি ১২০০টাকা করে নেওয়া হতো তো তার মোট পরিমাণ দাড়াতো চার লক্ষ কুড়ি হাজার টাকা।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...
Exit mobile version