প্রতারণার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মামলা

তারিখ:

‘রাজনীতি’ সিনেমার সংলাপে হবিগঞ্জের এক ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার করায় প্রতারণার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামালা করা হয়েছে।

আজ রোববার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে মামলাটি করেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়া। শাকিব খান ছাড়াও পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদ মামলার প্রধান আসামিদের মধ্যে আছেন।

‘রাজনীতি’ গত রোজার ঈদে মুক্তি পায়। ২ ঘণ্টা ১৬ মিনিটের এ ছবির ২০ মিনিটের সময় শাকিব ও অপু বিশ্বাসের একটি কথোপকথন আছে। যেখানে নায়ক একটি মোবাইল নম্বর নিজের বলে উল্লেখ করেন। সংলাপটি এমন- নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘‘আমার ফেসবুক আইডি যে ‘রাজকুমারী’, তুমি তা জানলে কী করে। জবাবে নায়ক শাকিব বলেন, ‘যেভাবে তুমি জানো আমার মোবাইল নাম্বার ০১৭১৫-২৯৫…।’

আরও পড়তে পারেন: পীরগঞ্জে বন্যার পানি নামার পর আমন ক্ষেতে পোকা

সিনেমায় ব্যবহৃত ফোন নম্বরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় ইজাজুল মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বর। তিনি মূলত রাজমিস্ত্রি। ছবি মুক্তির দিন থেকে শত শত ফোন আসতে থাকে ইজাজুলের কাছে। সবাই শাকিব খানকে চান। অতিরিক্ত ফোন আসায় তাকে চাকরি থেকে মহাজন বরখাস্ত করেন। অভাব-অনটনে পড়ে বিক্রি করতে হয় নিজের অটোরিক্সাটিও। এমনকি পারিবারিক জীবনেও অশান্তি নেমে আসে। মেয়েদের ফোন বেশি আসায় স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। স্ত্রী চলে যান বাপের বাড়ি।

প্রতারণার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে করা মামলায় বাদীর আইনজীবী এম এ মজিদ বলেন, ‘অনুমতি ছাড়া সিনেমায় কারও ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করা ঠিক হয়নি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত “রাজনীতি” সিনেমা প্রচার বন্ধের আবেদন জানিয়েছি।’

বিষয়টি নিয়ে ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘সিনেমায় যে নম্বরটি ব্যবহার করা হয়েছে, তা একেবারেই সরল বিশ্বাসে করা হয়েছে। কারও ক্ষতি করার ইচ্ছে ছিল না।’

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

করোনায় আক্রান্ত নায়িকা পপি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের নায়িকা পপি; ঘরের ভিতরে থেকেও...

Thappad: সমাজ, আমরা এবং “সির্ফ এক থাপ্পড়”

সিনেমাঃ Thappad ( থাপ্পড় )পরিচালকঃ অনুভব সিনহাচিত্রনাট্যঃ Mrunmamayee Lagooগুরুত্বপূর্ণ চরিত্রঃ...

প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। সোমবার সন্ধ্যা...

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আজ শেষকৃত্য

রবিবার (১৪ জুন) সকালে বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত...