৫১ দিন পর দেশে ফিরছেন ডিপজল

তারিখ:

৯ নভেম্বর সিঙ্গাপুর থেকে ৫১ দিন পর দেশে ফিরছেন চলচ্চিত্র অভিনেতা-নির্মাতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন দেশে ফিরতে পারবেন।

ডিপজল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালটিতে ২৫ সেপ্টেম্বর ডিপজলের হৃদযন্ত্রে তিনটি রিং পরানো হয়।

এর কয়েকদিন পর ওপেন হার্ট সার্জারি করা হয়। ডিপজলের সুস্থতা প্রসঙ্গে মেয়ে ওলিজা বলেন, ‘বাবার ওপেন হার্ট সার্জারি পুরোপুরি সফল। সবার দোয়ায় তিনি খুব দ্রুত সেরে উঠেছেন।’

আরও পড়তে পারেন: সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকালে হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে।

পরদিন ২০ সেপ্টেম্বর রাতে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ডিপজল ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে। ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল।

পরবর্তীতে খলনায়ক হিসেবে বেশ পরিচিতি পান তিনি। এ অভিনেতা ‘চাচ্চু’ ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন।

ডিপজলকে সর্বশেষ দেখা গেছে ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমায়। তার বিপরীতে ছিলেন মৌসুমী। আরো অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

করোনায় আক্রান্ত নায়িকা পপি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের নায়িকা পপি; ঘরের ভিতরে থেকেও...

Thappad: সমাজ, আমরা এবং “সির্ফ এক থাপ্পড়”

সিনেমাঃ Thappad ( থাপ্পড় )পরিচালকঃ অনুভব সিনহাচিত্রনাট্যঃ Mrunmamayee Lagooগুরুত্বপূর্ণ চরিত্রঃ...

প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। সোমবার সন্ধ্যা...

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আজ শেষকৃত্য

রবিবার (১৪ জুন) সকালে বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত...