প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৪৬ শতাংশ

তারিখ:

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে তথ্য পাওয়া যায় যে, বর্তমান অর্থবছরে ১ম ৬ মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় আসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর্থিক খাত ও ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয় অবৈধভাবে যেন আসতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। যার ভালো প্রভাব পরেছে প্রবাসী আয়ে।

চলতি ২০১৭-১৮ অর্থবছরে(জুলাই থেকে ডিসেম্বর) বৈধ পথের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৯৩ কোটি ডলার। ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে বৈধ পথের মাধ্যমে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৬১৬ কোটি ৬৯ লাখ ডলার। সুতরাং এ অর্থবছরের ১ম ৬ মাসে গত বছরের একই সময়ের তুলনায় বৈধ পথের মাধ্যমে প্রবাসী আয় ১২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, গত এক বছরে ডলারের দাম বেড়েছে ৪-৫ টাকা। ২০১৬ সালের ডিসেম্বরে প্রবাসীদের কাছ থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক প্রতি ডলার ৭৮ টাকা ৫০ পয়সায় কিনতো। একই সময়ে ২০১৭ সালের উক্ত ব্যাংকটি ডলার কিনেছে ৮২ টাকা ৪০ পয়সায়। সুতরাং প্রবাসীদের ১ ডলার বিক্রি করে ৪ টাকা আয় বেশি হয়েছে। তবে বিভিন্ন ব্যাংক ভেদে ডলারের দাম আরও বেশি বেড়েছে বলে জানা যায়। হুন্ডি প্রতিরোধ ও বৈধ পথে আয় বেশি হচ্ছে বলে বৈধ পথে আয় পাঠাচ্ছেন প্রবাসীরা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান, চলতি ২০১৭-১৮ অর্থবছরে প্রবাসী আয় অবস্থার উন্নতি হবে। প্রচুর লোক গত বছর  বিদেশে গেছেন এবং তাঁদের আয় এখন বৈধভাবে দেশে আসছে। ডলারের বিপরীতে টাকা অতিমূল্যায়িত যে ছিল সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। অবৈধ উপায়ে টাকা পাঠানো নিয়ন্ত্রণ হয়েছে। বাংলাদেশ ব্যাংকে মোবাইল ব্যাংকিং হুন্ডির মাধ্যমে অর্থ আসা বন্ধ করেছে ফলে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক ১৪ সেপ্টেম্বর মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ২ হাজার ৮৮৭টি এজেন্টের কার্যক্রম বন্ধ করে দেয়। প্রবাসীদের আয় অবৈধভাবে বিতরণের অভিযোগের কারণে বাংলাদেশ ব্যাংক বিকাশের এসব এজেন্টের কার্যক্রম বন্ধ করে দেয়। বিকাশের মাধ্যমে অবৈধভাবে দেশে এসব আয় আসার ফলে এর নেতিবাচক প্রভাব ছিলো কিন্তু বিকাশের এসব এজেন্টের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ফলে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে  বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

আরও পড়তে পারেন: মাসব্যাপী ২৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা – ২০১৮

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

2021 ZHEJIANG EXPORT ONLINE FAIR (Bangladesh-AUTO PARTS PRODUCTS) Opening!

Hosted by the Zhejiang Department of Commerce and undertaken...

Zhejiang Online Export Trade Fair

ZHEJIANG PROVINCE, CHINA EXPORT ONLINE FAIR –Zhejiang Online Export...

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট) আল্লাহ মালিক কাজেমী করোনা...

সোনার দাম বেড়েছে ! ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা !

এবার একলাফে সোনার দাম ৫ হাজার ৮২৫ টাকা বেড়ে...