দক্ষিণের উন্নয়নে চাই উত্তরের সহযোগিতা: প্রধানমন্ত্রী

তারিখ:

“আমরা দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা চাই। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, নবায়ণযোগ্য জ্বালানি, এফডিআই, পুঁজিবাজার উন্নয়ন, বিশ্ববাজারের জন্য মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বৈজ্ঞানিক গবেষণায় আমরা দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা চাই।” রোববার ঢাকার একটি হোটেলে ‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিমুখী সহযোগিতা: দক্ষিণের উন্নয়নে অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “সম্পদের সীমাবদ্ধতা, অপর্যাপ্ত অবকাঠামো সুবিধা, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, অকার্যকর আইনি ও নিয়ন্ত্রণ কাঠামো এবং অভ্যন্তরীণ বিরোধের মত সমস্যার কারণে দক্ষিণের দেশগুলোর পক্ষে এককভাবে কাঙ্খিত অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে না।”

ঢাকায় দুই দিনের এই উচ্চ-পর্যায়ের সভা উন্নয়ন সহযোগিতার একটি কার্যকর কৌশল হিসেবে দক্ষিণ ও উত্তরের মধ্যে সেতুবন্ধ স্থাপন করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গত ছয়বছর ধরে বাংলাদেশের ছয় দশমিক দুই শতাংশ হারে জিডিপি অর্জনের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ হাজার ৩১৪ ডলার। দারিদ্র্যের হার ২৪ শতাংশে নেমে এসেছে।

“২০১৮ সালের মধ্যে দারিদ্র্যের হার আরও ১০ শতাংশের নিচে নেমে আসবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সাউথ-সাউথ কোঅপারেশন কমিটির সভাপতি এ কে আবদুল মোমেন, জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি জেরিমিয়া নায়ামানে কিংসলে মামাবোলো, গায়ানার স্থায়ী প্রতিনিধি জর্জ উইলফ্রেড ট্যালবট, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইয়াপিং ঝু, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা- ওইসিডির উপ-মহাসিচব রিনতারো তামাকি উপস্থিত ছিলেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

2021 ZHEJIANG EXPORT ONLINE FAIR (Bangladesh-AUTO PARTS PRODUCTS) Opening!

Hosted by the Zhejiang Department of Commerce and undertaken...

Zhejiang Online Export Trade Fair

ZHEJIANG PROVINCE, CHINA EXPORT ONLINE FAIR –Zhejiang Online Export...

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা কাজেমীর মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট) আল্লাহ মালিক কাজেমী করোনা...

সোনার দাম বেড়েছে ! ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা !

এবার একলাফে সোনার দাম ৫ হাজার ৮২৫ টাকা বেড়ে...