একাদশ শ্রেণিতে ভর্তির ফল আজ রাতে

তারিখ:

গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। এর প্রেক্ষিতে একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কে কোন কলেজে মনোনীত হয়েছেন তা জানা যাবে আজ শুক্রবার রাতে।

এর আগে বৃহস্পতিবার বিভিন্ন কলেজে মনোনীতদের তালিকা প্রকাশের কথা ছিলো। তবে কারিগরি ত্রুটির কারণে একদিন পিছিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় তালিকা প্রকাশিত হচ্ছে।

www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ২৫ জুন ২০১৫ এর পরিবর্তে ২৬ জুন ২০১৫ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে প্রকাশিত হবে।’ এই ওয়েবসাইটের মাধ্যমেই সারা দেশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন। এছাড়া বিভিন্ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। তবে এবারই প্রথমবারের মতো অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি বা করতে পারেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ সময় ৩০ জুন। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাশ শুরু হবে। ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ অগাস্ট।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি : শিক্ষামন্ত্রী

নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের ১ম সপ্তাহে এইচএসসি...

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না,...

এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা চলতি বছরের কবে...

এবছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছেনা

এবছর (২০২০) জেএসসি-জেডিসি পরীক্ষা পরীক্ষা হবে না। বৃহস্পতিবার (২৭...