এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না

তারিখ:

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা চলতি বছরের কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এইচএসসি পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার মন্ত্রণালয়ে এ তথ্য জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেইজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে।’

‘পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ও সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: পীরগঞ্জে অবৈধভাবে মৎস্য আহরণের দায়ে জরিমানা

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করে বিশেষভাবে অনুরোধ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। এইচএসসি পরীক্ষার তারিখ জানতে চোখ রাখুন শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ হলো: https://www.facebook.com/moebdgov

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি : শিক্ষামন্ত্রী

নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের ১ম সপ্তাহে এইচএসসি...

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না,...

এবছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছেনা

এবছর (২০২০) জেএসসি-জেডিসি পরীক্ষা পরীক্ষা হবে না। বৃহস্পতিবার (২৭...

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কিনা তা ২৫ আগস্টের পর

করোনা ভাইরাস মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭ মার্চ...