একাদশ শ্রেণিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ ১৬ জুন

তারিখ:

একাদশ শ্রেণিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। গতবারের মতো কোনো জটিলতা হবে না বলে আশাবাদী কর্তৃপক্ষ। এসএমএস এবং অনলাইনে ভর্তি প্রক্রিয়ার আবেদন গ্রহণ শেষ। দেড় লাখেরও বেশি মাধ্যমিক পাস শিক্ষার্থী এবার আবেদন করেনি। কর্তৃপক্ষ বলছে, বিকল্প শিক্ষা, কর্মসংস্থান, বাল্যবিয়েসহ বেশ কিছু কারণে এরা অংশ নেয়নি।

দুই দফা সময় বাড়ানোর পর শুক্রবার রাতে শেষ হয়, একাদশ শ্রেণিতে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন। চলছে, তথ্য-উপাত্ত পর্যালোচনা। পর্যাপ্ত আসন থাকায় প্রত্যেক আবেদনকারীই ভর্তির সুযোগ পাবে বলেও আশাবাদী যাচাই-বাছাই কমিটি।

আরও পড়তে পারেন: পীরগঞ্জে আধা ঘন্টার ব্যবধানে ২টি সড়ক দুর্ঘটনা, নিহত ৪ আহত অর্ধশতাধিক

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে সাড়ে ১৪ লাখেরও বেশি শিক্ষার্থী। এতে উত্তীর্ণদের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন ১৩ লাখ ৮০৬ শিক্ষার্থী। তবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেনি, দেড় লাখেরও বেশি। একে স্বাভাবিক চিত্র বলছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ।

ঝরে পড়া বন্ধে কারিগরী শিক্ষাকে উৎসাহিত করার পরামর্শ সংশ্লিষ্টদের।

মেধাতালিকা প্রস্তুত হলেই ওয়েবসাইটে এবং মোবাইল ফোনের মাধ্যমে আবেদনকারীকে ভর্তির বিষয়ে জানানো হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত প্রতিটি কলেজে মেধা তালিকায় অথবা অপেক্ষমাণ তালিকায় ফলাফল পাবে। শিক্ষার্থীরা অনলাইনে www.xiclassadmission.gov.bd তে গিয়ে তাদের রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।

এছাড়া আবেদন এর সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও সংক্ষিপ্ত ফলাফল পাওয়া যাবে।

শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডেও ফলাফল দেখতে পারবে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি : শিক্ষামন্ত্রী

নভেম্বরের ২য় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের ১ম সপ্তাহে এইচএসসি...

এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না,...

এইচএসসি পরীক্ষার তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা চলতি বছরের কবে...

এবছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছেনা

এবছর (২০২০) জেএসসি-জেডিসি পরীক্ষা পরীক্ষা হবে না। বৃহস্পতিবার (২৭...