৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জালালের গল্প

তারিখ:

মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি সমাদৃত হয়েছে। মুক্তির আগেই অর্জন করেছে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার। ১২১টি দেশের দুই হাজার দুইশতটি নিবন্ধিত চলচ্চিত্র থেকে ১১৮টি ছবি বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিলো। তার মধ্যে এটি ছিলো। ছবির নাম জালালের গল্প। তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন। তার তৈরি প্রথম ছবি এটা।

জালালের গল্প চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালী দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। নাম ভূমিকায় অভিনয় করেছে নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। সংগীত পরিচালনা করেছে চিরকুট।

ইমপ্রেস টেলিফিল্মের বহুল আলোচিত ও প্রশংসিত এই চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। ছবির মুক্তি উপলক্ষে গতকাল রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাস এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

‘সারা দেশে আমার একটা দর্শকগোষ্ঠী আছে। অনেক দিন পর যেহেতু আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে, কী করলাম, তা দেখার জন্য হলেও একবার তাঁরা সিনেমা হলে যাবেন।’ নিজের নুতন ছবি জালালের গল্প-এর মুক্তি উপলক্ষে আয়োজিত প্রিমিয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

আবু শাহেদ ইমনের পরিচালিত প্রথম চলচ্চিত্র জালালের গল্প। তরুণ এই নির্মাতা বলেন, ‘যতই আমি আন্তর্জাতিক স্বীকৃতি পাই না কেন, দেশের মানুষের স্বীকৃতি সবচেয়ে বড়। দেশের মানুষের মন জয় করতে পারলেই আমার পরিচালনা সার্থক হবে।’

জালালের গল্প ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যমুনা গ্রুপের পরিচালক মো. আলমগীর ও এসএম আবদুল ওয়াদুদ, ছবির পরিচালক আবু শাহেদ ইমন, অভিনয়শিল্পী মোশাররফ করিম, তৌকীর আহমেদ, শর্মীমালা, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবু সাইয়ীদ, গোলাম রাব্বানী বিপ্লব, বিপাশা হায়াত, মাসুদ হাসান উজ্জ্বল, রেদওয়ান রনি প্রমুখ।

ইউটিউবে গত ২৯ তারিখে এই ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকে এ পর্যন্ত ট্রেইলারটি ১০ হাজারের বেশিবার দেখা হয়েছে।

জালালের গল্প ছবির যত অর্জন:

  • পর্তুগালে ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার
    ২০১৪ সালের অক্টোবরে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড
  • ২০১৪ এর নভেম্বরে ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা’ বিভাগে একমাত্র বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য মনোনীত
  • এবছর ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানে ৭ম জয়পুর চলচ্চিত্র উৎসবে আবু শাহেদ ইমনের সেরা নবাগত নির্মাতার পুরস্কার।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

করোনায় আক্রান্ত নায়িকা পপি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের নায়িকা পপি; ঘরের ভিতরে থেকেও...

প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। সোমবার সন্ধ্যা...

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আজ শেষকৃত্য

রবিবার (১৪ জুন) সকালে বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত...

পরীমণির ‘টেরাম টেরাম’ ঝড় (ভিডিও)

পরীমণির অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির ফার্স্ট লুকের...