এবার ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছে – কেমন চলছে ছবিগুলো?

তারিখ:

এবার ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছে। একটি বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’, বাকি দুটি যৌথ প্রযোজনায় নির্মিত ছবি, ‘নবাব’ এবং ‘বস টু’। কেমন চলছে তিনটি ছবি?

খোঁজ নিয়ে জানা গেছে, তিনটি মধ্যে ব্যবসার শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত ‘নবাব’। যেটি মুক্তি পেয়েছে ১২৭টি সিনেমাহলে। ‘নবাব’ ছবিটি শাকিব-শুভশ্রী জুটির প্রথম ছবি, পরিচালনা করেছেন জয়দিপ মুখার্জী। এ ছাড়া ছবিটিতে অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ অভিনয় করছেন।

নবাবের অফিসিয়াল ট্রেইলার!

কলকাতা থেকে জিতের নিজস্ব প্রযোজনায় এবং বাংলাদেশের জাজের প্রযোজনায় বেশ ব্যবসা করছে জিৎ অভিনীত ‘বস টু’ ছবিটিও। ছবিটিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। বাবা যাদব পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছে ১১২ হলে।

বস টু ছবির অফিসিয়াল ট্রেইলার!

সব শেষে রয়েছে শাকিব অভিনীত আরও একটি ছবি ‘রাজনীতি’। যা মুক্তি পেয়েছে দেশব্যাপী ৪০ সিনেমাহলে। ‘রাজনীতি’ ছবিতে শাকিব-অপু ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ডি জে সোহেল, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ প্রমুখ।

রাজনীতি ছবির অফিসিয়াল ট্রেইলার!

‘নবাব’ এবং ‘বস টু’ ছবি দুটির একাংশ প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, জাজের প্রযোজনায় মুক্তি পাওয়া দুটি ছবি খুব ভালো ব্যবসা করছে। এমনটাই হবে আমার আত্মবিশ্বাস ছিল এবং যা ভেবেছিলাম তাই হয়েছে। ছবি দুটি দর্শক পছন্দ করছে। অগ্রিম টিকিটের জন্য হলের বাইরে লম্বা লাইন দেখা যাচ্ছে। আশা করছি, ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটির ব্যবসায়িক সফলতা লাভ করবে।

সারা বছর বাংলাদেশে সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পায় ১২০ থেকে -১৩০টি হল। ঈদে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় দুইশ। চলচ্চিত্র প্রযোজকরা অধিক লাভের আশায় এবার চেয়েছেন বেশি সংখ্যক হলে তাদের সিনেমা মুক্তি দিতে। এ জন্য তারা বুকিং এজেন্টদের সঙ্গে আলোচনা ও সমঝোতা করে আসছিলেন অনেক আগে থেকেই।

নবাব ও বস-২ যে হলগুলো কাপাচ্ছে সেটি জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেই জানিয়ে দিয়েছে।

https://www.facebook.com/jaazmultimediafilm/posts/811023355714463

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

করোনায় আক্রান্ত নায়িকা পপি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের নায়িকা পপি; ঘরের ভিতরে থেকেও...

Thappad: সমাজ, আমরা এবং “সির্ফ এক থাপ্পড়”

সিনেমাঃ Thappad ( থাপ্পড় )পরিচালকঃ অনুভব সিনহাচিত্রনাট্যঃ Mrunmamayee Lagooগুরুত্বপূর্ণ চরিত্রঃ...

প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। সোমবার সন্ধ্যা...

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আজ শেষকৃত্য

রবিবার (১৪ জুন) সকালে বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত...