‘রানা প্লাজা’ মুক্তি পাবে কি?

তারিখ:

নায়িকা পরীমনি বলেন, “আমি আজকে পরীমনি এই ‘রানা প্লাজা’ ছবির কারণে। এই ছবিতে অভিনয় করার সময় আমি খুব কেঁদেছি, এত কষ্ট পেয়েছি যে গ্লিসারিন দিয়ে কাঁদতে হয়নি। কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্য ছিল, সেগুলোর জন্য কোনো ডামি ব্যবহার না করে নিজেই শট দিয়েছি। অনেকবার আহতও হয়েছি। সিনিয়ররা আমাদের কাজকে গুরুত্ব দিয়েছেন।”

‘রানা প্লাজা’ সিনেমায় পোশাক শ্রমিক ‘রেশমা’র চরিত্রে অভিনয় করছেন পরীমনি। তাঁর বিপরীতে অভিনয় করছেন সায়মন। সায়মনের চরিত্রের নাম টিটু। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নজরুল।

২০১৪ সালের ১২ জানুয়ারি শুরু হয়েছিল ‘রানা প্লাজা’ ছবির শুটিং। ছবির সব কাজ শেষ করে সেন্সরে জমা দেয়া হয় জুন মাসে।

ছবিতে দেখা যাবে, গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে রেশমা। তাকে ভালোবাসে প্রতিবেশী যুবক টিটু। কিন্তু টিটু তাদের চেয়ে অবস্থাপন্ন বলে তার প্রস্তাবে সায় দিতে চায় না রেশমা। টিটুও হাল ছাড়ার পাত্র নয়। এক দুর্ঘটনায় টিটু রেশমাকে উদ্ধার করে। তখন রেশমা সাড়া দেয় তার প্রস্তাবে।

এর কিছুদিন পর বিয়ে করে টিটু ও রেশমা। তারা ঢাকা চলে আসে। তখন এক দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে টিটু। পরিবারের দায়িত্ব মাথায় তুলে নিয়ে রেশমা যোগ দেয় এক গার্মেন্টসে। রেশমার চাকরিতে যোগদানের ব্যাপারটি সহজে মেনে নিতে পারে না পুরুষশাসিত সমাজ। এ নিয়ে নানা জটিলতার মধ্যে ঘটে যায় রানা প্লাজার দুর্ঘটনা।

নায়ক সায়মন বলেন, ‘এ ছবিতে অভিনয় করার সময় আমি বলেছিলাম, এ ধরনের ছবিতে আমি আর কাজ করতে চাই না। মানে এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে, যা নিয়ে ছবি নির্মাণ করতে হয়। আর আমরা শিল্পীরা যখন এ ধরনের গল্পে তাদের ভূমিকায় অভিনয় করি, তখন আমাদেরও খুব খারাপ লাগে।’

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

করোনায় আক্রান্ত নায়িকা পপি

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের নায়িকা পপি; ঘরের ভিতরে থেকেও...

Thappad: সমাজ, আমরা এবং “সির্ফ এক থাপ্পড়”

সিনেমাঃ Thappad ( থাপ্পড় )পরিচালকঃ অনুভব সিনহাচিত্রনাট্যঃ Mrunmamayee Lagooগুরুত্বপূর্ণ চরিত্রঃ...

প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। সোমবার সন্ধ্যা...

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আজ শেষকৃত্য

রবিবার (১৪ জুন) সকালে বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের ঝুলন্ত...