আপনার প্রস্রাব জানান দিবে আপনার শরীরে কি ঘটছে

তারিখ:

আপনার প্রস্রাব এর রঙ, গন্ধ এবং ঘনত্ব আপনাকে জানান দিবে আপনার শরীরে কি ঘটছে৷ DW অবলম্বনে তা তুলে ধরা হলো।

যদি প্রস্রাবের রঙ ঘোলা হয় তাহলে বুঝতে হবে মূত্রনালী সংক্রমিত হয়েছে। মূত্রনালীর দেয়ালে ব্যাকটেরিয়া এবং লিউকোসাইটের কারণে প্রস্রাব ঘোলা হয়৷

প্রস্রাবের মিষ্টি গন্ধ জানান দেয় আপনার ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে কিনা৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ হোলি ফিলিপস বলেন, এই মিষ্টি গন্ধ থেকে বোঝা যায় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে নেই৷

খুব বেশি তরমুজ বা লাল রঙের ফল খেলে প্রস্রাবের রঙ লাল হতে পারে৷ তবে প্রস্রাবের এই রঙ নির্দেশ করে আপনার মূত্রে রক্তের উপস্থিতি৷ এটা ইউটিআই, কিডনিতে পাথর অথবা ক্যানসারের লক্ষণ হতে পারে৷

প্রস্রাবের গন্ধটা যদি তীব্র হয়, দুর্গন্ধ বেরোয়, তাহলে বুঝতে হবে মূত্রে সংক্রমণ হয়েছে৷

যৌন সংক্রমিত রোগ যেমন সিফিলিস ও গনোরিয়া রোগের লক্ষণ হলো প্রস্রাবে জ্বালা-পোড়া৷

বেশি মদ্যপান করলে বা ক্যাফিন গ্রহণ করলেও প্রস্রাবের হার বেড়ে যায়৷ যদি এটা অব্যাহত থাকে, তবে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন৷ কারণ এটা ডায়াবেটিস বা টিউমারের লক্ষণ হতে পারে৷

বারবার টয়লেটে যাওয়ার অর্থ হতে পারে আপনি গর্ভবতী৷ এটা প্রাথমিক লক্ষণ, যা হরমোন পরিবর্তনের কারণে হয়৷ ফলে আপনার কিডনিতে রক্তপ্রবাহ বেড়ে যায়৷

আরও পড়তে পারেন: ধূমপান ছাড়ার পর শরীরে যা যা ঘটে

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

নতুন ডিজি পেল স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন...

অক্সফোর্ডের করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন সফলভাবে মানবদেহে কার্যকরী

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পরীক্ষামূলক...

সাহাবুদ্দিন মেডিকেলও করোনার ভুয়া সনদ

করোনার ভুয়া সনদ প্রদানের অভিযোগে রিজেন্ট ও জেকেজির পর...

গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু, শনাক্ত ৩৬৮২

দেশে সোমবার (২৯ জুন) থেকে মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত...