ইউএস বাংলার বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৫০

তারিখ:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ আরোহীর প্রাণহানির খবর পাওয়া গেছে। নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। নেপালের সেনাসূত্র ৯ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছে। তবে কমপক্ষে ৪০ জন নিহতের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আজ সোমবার ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। ঘটনাস্থলেই ৩২ জন আরোহী মারা যান।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুইজন শিশু। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। উড়োজাহাজটি ভয়াবহভাবে পুড়ে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় শেষ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি কোনো বার্তা সংস্থাই। এখন পর্যন্ত এ ঘটনায় ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেপালের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক সঞ্জীব গৌতম বলেন, ‘রানওয়েতে অবতরণের সময় ইউএস বাংলার বিমান টি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। আমরা বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।’

আরও পড়তে পারেন: পৃথিবীর কোনো নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের...

হাইয়া সোফিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় ৮৬ বছর পর

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের খ্যাতনামা জাদুঘর হাইয়া সোফিয়া-কে মসজিদে...

অক্সফোর্ডের করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন সফলভাবে মানবদেহে কার্যকরী

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পরীক্ষামূলক...

ব্যক্তিগত সহকারীর হাতে ফাহিম সালেহ খুন হন

তরুণ উদ্যোক্তা মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি...