মৃতের সংখ্যা ১৫’শ ছাড়িয়েছে

তারিখ:

নেপালে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫’শ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপাল, ভারত, বাংলাদেশ ও তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় বেলা পৌনে বারোটায় শুরু হয়ে প্রায় মিনিটখানেক ধরে চলে এই ভূমিকম্প। হিমালয় কন্যা নেপাল এক নিমিষেই পরিণত হয় ধ্বংসস্তূপে। মাটির মাত্র ২ কিমি নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এর জেরে নেপালে ভেঙে পড়েছে মিনার, বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে প্রায় চারশো জন। সময় যত বাড়ছে ততই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। একবার নয় দু’বার নয় মোট ১৪ বার ভূমিকম্পকে কেঁপে ওঠে নেপাল। যার সবেরই মাত্রা ছিল চারের বেশি। ভূমিকম্পের উৎসস্থল থেকে কাঠমাণ্ডুর দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার।

৭ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের পূর্বাঞ্চলীয় পোখারা শহর ও রাজধানী কাঠমান্ডুর। সেখানে অসংখ্য ভবনে ফাঁটল দেখা দেয়। আটকা পড়ে বহু মানুষ। এছাড়া ভারতে অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ধসে গেছে উনিশ শতকে নির্মিত কাঠমান্ডুর ধারারা টাওয়ারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এখনও অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের পর্যটন মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের কারণে হিমালয়ের বরফ ধসে এভারেস্টের বেজ ক্যাম্পে আটজন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশি পর্যটক ও শেরপারা রয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

ভূমিকম্পে কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশের সাথে নেপালের অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবল দলের খেলা স্থগিত করা হয়েছে।

এদিকে, ভারতের নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ, বিহারসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এতে কয়েকজনের প্রাণহানি ও বহু মানুষ আহত হন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের...

হাইয়া সোফিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় ৮৬ বছর পর

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের খ্যাতনামা জাদুঘর হাইয়া সোফিয়া-কে মসজিদে...

অক্সফোর্ডের করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন সফলভাবে মানবদেহে কার্যকরী

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পরীক্ষামূলক...

ব্যক্তিগত সহকারীর হাতে ফাহিম সালেহ খুন হন

তরুণ উদ্যোক্তা মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি...