সাগরে ভাসা শরণার্থীদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

তারিখ:

সাগরে ভাসা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতা দেয়ার পাশাপাশি, আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে তাদের আশ্রয় দেয়ারও আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিনে ইন্দোনেশিয়া উপকূলের কাছে জেলেদের সহযোগিতায় অভিবাসী বহনকারী দু’টি নৌকার প্রায় ১১শ’ শরণার্থীকে উদ্ধার করা হলেও; এখনো নিখোঁজ আছে এমন অনেক নৌযান। উদ্ধার হওয়া অভিবাসীদের দেয়া তথ্য অনুযায়ী, আন্দামান সাগরে এখনো নৌকায় বাসছে ৬ হাজারেরও বেশি মানুষ।

সাগরে ভাসা শরণার্থী
সাগরে ভাসা শরণার্থী, ছবি: CNN
সাগরে ভাসা শরণার্থী
সাগরে ভাসা শরণার্থী, ছবি: CNN

যারা উদ্ধার হয়ে তীরে পৌঁছেছেন তারাও মানবেতর জীবন যাপন করছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে। এদের অনেকের স্বজনই নৌকায় মানবপাচার চক্রের লোকজনের হাতে নিহত হয়েছেন কিংবা খাদ্য নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে প্রাণ হারিয়েছেন।

বুধবার ইন্দোনেশীয় জেলেদের প্রচেষ্টায় উদ্ধার হওয়া প্রায় ৪শ’ বাংলাদেশি ও রোহিঙ্গাকে আচেহ প্রদেশের কুতা বিনজে এলাকায় রাখা হয়েছে। তাদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ৩ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে বলে জানায় জাকার্তা।

দক্ষিণ এশীয় অভিবাসী সঙ্কট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। অভিবাসীদের পুনর্বাসনে সংশ্লিষ্ট দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি, খোদ যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহী বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ম্যারি হার্ফ বলেন, ‘দক্ষিণ এশীয় অঞ্চলে অভিবাসীদের পুনর্বাসনের বিষয়ে আমরা সচেতন। যুক্তরাষ্ট্র গত অক্টোবর থেকে প্রায় ১ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বর্তমান সঙ্কট সমাধানে প্রয়োজনে আরও রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোকে আর্থিক সহযোগিতা দেয়ার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। ‘

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের...

হাইয়া সোফিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় ৮৬ বছর পর

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল শহরের খ্যাতনামা জাদুঘর হাইয়া সোফিয়া-কে মসজিদে...

অক্সফোর্ডের করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন সফলভাবে মানবদেহে কার্যকরী

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) ভ্যাকসিন পরীক্ষামূলক...

ব্যক্তিগত সহকারীর হাতে ফাহিম সালেহ খুন হন

তরুণ উদ্যোক্তা মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি...