প্রয়োজনীয় মুহুর্তে রক্ত সেবা প্রদানে জেনে নিন কয়েকটি ব্লাড ব্যাংকের ঠিকানা

তারিখ:

প্রয়োজনীয় মুহুর্তে রক্ত পাওয়া দুষ্কর হয়ে পড়ে। হঠাৎ কোন কারণে রক্তের প্রয়োজন পড়লে কি করবেন? বাংলাদেশে প্রয়োজনীয় মুহুর্তে রক্ত সেবা প্রদানে বেশ কয়েকটি ব্লাড ব্যাংক রয়েছে। সংগঠনগুলো দেশীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। এই সংগঠনগুলো রোগীদের রক্ত সরবরাহে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। প্রয়োজনীয় গ্রুপের রক্ত তাদের সংগ্রহে না থাকলে রক্তদাতার ব্যবস্থাও করে থাকে। এ সকল প্রতিষ্ঠানে রক্ত সংগ্রহ ও সরবরাহ হয় স্বেচ্ছায় রক্ত দাতাদের মাধ্যমে।

রক্তদান ও গ্রহণের ক্ষেত্রে নিয়ম :
১. প্রতিষ্ঠানের নির্ধারিত ফরম পূরণ করে নমুনা রক্ত দিতে হয়।
২. নমুনা রক্তে কোন প্রকার সমস্যা না থাকলে রক্তদাতার কাছ থেকে রক্ত নেয়া হয়।
৩. রক্ত গ্রহণের সময় হাসপাতালের মেডিকেল অফিসারের সিল ও স্বাক্ষরসহ লিখিত ব্লাড রিকুইজেশন জমা দিতে হয়।

খরচ যেমন পড়ে :
১. রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটির এক ব্যাগ রক্তের খরচ পড়ে ৭০০ টাকা। বাঁধন ব্লাড ব্যাংক শুধুমাত্র ব্লাড ব্যাগের দাম নিয়ে থাকে। কোয়ান্টামে ব্লাড সেন্টারের এক ব্যাগ রক্তের খরচ পড়ে ৭৫০ টাকা। পুলিশ ব্লাড ব্যাংকে রক্তের দাম রাখা না হলেও ব্লাড ব্যাগের মূল্য, পাঁচটি রোগের পরীক্ষা খরচ, ক্রস ম্যাচিং টেস্ট ও প্রসেসিং এর জন্য ৪০০ টাকা ফি রাখা হয়।

২. রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটি সরকারি হাসপাতালের ফ্রি বেডের রোগীদের জন্য ২৫০ টাকা ও ক্লিনিকের রোগীদের জন্য ৪৫০ টাকায় রক্ত দিয়ে থাকে। থেলাসেমিয়া রোগীদের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন সাপেক্ষে ৫০% ছাড়ে রক্ত দিয়ে থাকে। কোয়ান্টাম ব্লাড সেন্টার থেলাসেমিয়া রোগীদের জন্য ছাড় দিয়ে থাকে।

আরও পড়তে পারেন: এক নারীর ফোন পেয়েই বাসা থেকে বের হন ফরহাদ মজহার সাথে ১২ হাজার টাকা

যারা রক্তদান করতে পারেন :
১. ১৮ থেকে ৬০ বছর বয়সীদের যাদের ওজন নূন্যতম ৪৫ কেজি বা ১০০ পাউন্ড তারা রক্তদান করতে পারেন।
২. ওষুধ ছাড়া সিস্টোলিক রক্তচাপ ১০০ এবং ১৪০ থেকে পারদ চাপ এবং ডায়স্টোলিক রক্ত চাপ ৬০ থেকে ১০০ পারদ চাপের মধ্যে হওয়া প্রয়োজন।
৩. রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইটের নিচে এবং নাড়ির গতি ৬০ থেকে ১০০ বার এর মধ্যে হতে হয়।
৪. পুরুষের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন ১২.৫ গ্রাম/এমএল এবং মহিলাদের ক্ষেত্রে ১১.৫/১০০ গ্রাম/এমএল হওয়া দরকার।
৫. রক্তদাতাকে শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ মুক্ত থাকতে হয়।
৬. রক্তদাতার রক্ত পরিসঞ্চালন জনিত কোন রোগ আছে কিনা সেটাও দেখতে হয়। সিরিঞ্জের মাধ্যমে রক্ত গ্রহণকারীদের বাহুতে যে ধরনের স্কার মার্ক থাকে, তা আছে কিনা সেটা পরীক্ষা করা হয়।

কয়েকটি ব্লাড ব্যাংকের ঠিকানা :

পুলিশ ব্লাড ব্যাংক
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ।
ফোন : ৯৩৬২৫৭৩।
মোবাইল : ০১৭১৩৩৯৮৩৮৬।
ই-মেইল : [email protected]
ওয়েবসাইট : http://www.policebloodbank.gov.bd/

কোয়ান্টাম সেন্টার
৩১/ডি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক (পুরাতন শান্তিনগর) ঢাকা-১২১৭। (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)
ফোন : ৮৩২২৯৮৭।
মোবাইল : ০১৭১৪০১০৮৬৯।
ই-মেইল : [email protected]
ওয়েবসাইট : http://blood.quantummethod.org.bd/
২৪ ঘন্টা খোলা

বাঁধন ব্লাড ব্যাংক
বাঁধন, টি.এস.সি (নীচতলা) (জোনাল অফিস) ঢাকা বিশ্ববিদ্যায়ল
ফোন : ০২৫৮৬১২৫৪৫।
মোবাইল : ০১৫৩৪৯৮২৬৭৪।
ই-মেইল : [email protected]
ওয়েবসাইট : https://badhan.org/
সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা

রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটি
৬৮৪, ৬৮৬, বড় মগবাজার, ঢাকা।
ফোন : ৯১১৬৫৬৩।
ফোন : ০১৮১১৪৫৮৫২৪।
২৪ ঘন্টা খোলা

সন্ধানী কেন্দ্রীয় কার্যালয়
রুম নং ৩৫, টিন শেড আউটডোর বিল্ডিং,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, শাহবাগ, ঢাকা ১০০০
ফোন : ০২-৮৬২১৬৫৮
রংপুর মেডিকেল কলেজ ইউনিট, রংপুর
ফোন : ৫২১৬৫১৮০
ওয়েবসাইট : http://www.sandhani.org/

আপনার মোবাইলে নম্বরগুলো সেইভ রাখুন যেন প্রয়োজনীয় মুহুর্তে রক্ত পেতে পারেন খুব সহজে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সোনার দাম বেড়েছে ! ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা !

এবার একলাফে সোনার দাম ৫ হাজার ৮২৫ টাকা বেড়ে...

ফেসবুক চালু করতে যাচ্ছে ডেটিং সার্ভিস

ফেসবুকের জন্য ২০১৮ সাল হতে যাচ্ছে একটি বিশেষ বছর...

হোয়াটসঅ্যাপে সেন্ড করা মেসেজ ডিলেট করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে সেন্ড করা মেসেজ ডিলেট করবেন কিভাবে? ভুল করে...

ডাউনলোড করুন মুক্তিযুদ্ধের গেইম ‌হিরোজ অব ৭১

পাঁচ কমান্ডোর প্রত্যেকের মুখে কালো কালি মাখা। দু’জনের হাতে...