বিকশিত কমল – প্রতিমা কাঞ্চন

তারিখ:

যাকে দেখেছিলাম এক মরু প্রান্তে বিকশিত কমলে।
যেন সদ্যই ফুটেছে নরম তুলতুলে।
মনে হয় তুলে নেই, আবার থকমে দাড়াই।
সূর্যের আলোয় মরুদ্যানে যেন আলোর ফোয়ারা।
নবীন মেঘের কোলে জ্বল জ্বল করে জ্বলছে।
মরুর বিকশিত কমল।
এ কোন অন্তহীন পিপাসা, যা পাবার নয় হৃদয় রাজ্যে।
শুধু হারাবার ভয়, থাকুক না মরু প্রান্তে বিকশিত কমল।
তবু লোভ হয়, স্তব্ধতায় ভেঙ্গে যায়,
আবার আপ্লুত হয়ে উঠি যদি পাই।
ঘুমহীন চোখে স্বপ্নের হাটে গোলক ধাঁধা।
মগ্ন দিবসের নির্জন আলোয়, মনে হয় বার বার দেখি,
ছুঁই নাই কিন্তু বাসি ভালো।
মরু প্রান্তে চন্দ্র বাহন লুটে নেয়,
যেন অঞ্জলী দেবে চিত্রল অঙ্গনে।
গোধুলী বিদায় নেয় ছোটে স্বপ্নের হাটে,
শত দ্বীপ জ্বেলে মরু দেবী সুবাস ছড়ায়।
অসংখ্য তারা ভরা যামিনী দিশেহারা পথ নেই।
বিধাতার হয় সাঁধ, বিচিত্র চিত্রে অঙ্কন করার
এ যেন অন্তহীন পিপাসা,
যাকে দেখে ছিলাম মরু প্রান্তে,
বিকশিত কমল।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...