স্বপ্ন ওড়ে

তারিখ:

এই ভর দুপুরে-
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, দেখি আমার স্বপ্নগুলো উড়ছে,
ধরতে গেলাম যায়না ধরা, আমার মাথাই ঘুরছে।
কত কত স্বপ্ন উড়ে ওই যে নীলাকাশে।
আমিও উড়ি তাল মিলিয়ে ওদের পাশে পাশে।
স্বপ্ন উড়ে আমিও উড়ি, যায় না ধরা যায় না।
হাতের কাছে দিয়েও ধরা কেন সে ধরা দেয়না?
উড়ে উড়ে দূরে দূরে বহুদূরে যায় সে চলে যায়।
ধরতে গিয়ে উড়তে গিয়ে ডিগবাজিতে আমি অসহায়।
আশেপাশে তাকিয়ে দেখি শুধু আমি না; নইতো আমি একলা,
ছোট্ট-বড়, তরুন-প্রবীণ, আছে বুড়ো ফোকলা।
আমার মতো উড়ছে সবাই, খাচ্ছে সবাই ডিগবাজি,
ভাবছি সবাই স্বপ্নগুলো যে করেই হোক ধরতে হবে আজি।

-রণজিৎ কুমার মহন্ত

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...