পীরগঞ্জের দুটি গ্রাম নদী গর্ভে বিলীন হওয়ার পথে

তারিখ:

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর ও শিমুলবাড়ী গ্রাম দুটি খরস্রোতা করতোয়া নদী গর্ভে বিলীন হতে চলেছে। জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে উপজেলার ৩০৮ টি গ্রাম থেকে ২ টি গ্রাম হারিয়ে যাবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ধর্মদাসপুর গ্রামের আমজাদ আলীর তিন একর, রাজ্জাক মন্ডল চার একর, মোহাম্মদ আলীর দুই একর, আমজাদ সরকারের দুই একর সহ অসংখ্য মানুষের আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দক্ষিণ শিমুলবাড়ী গ্রাম পুরোটাই ভেঙ্গে গেছে। শুধু উত্তরপাড়ার কয়েকটি বাড়ি দাড়িয়ে আছে। বাড়ি-ঘর হারানো আতিয়ার রহমান, দুদু মিয়া, আবু তাহের, তারাজুল ইসলাম, কবিরুল, মাইদুল ইসলাম সহ শতাধিক পরিবারের লোক সর্বস্ব হারিয়ে পেটের দায়ে ঢাকা বা আশ্রয়ন প্রকল্পে মাথা গোঁজার ঠাই করে নিয়েছে।

ধর্মদাসপুরের জবান আলী (৭০), গাবুর আলী (৬৫), রফিকুল ইসলাম (৫০), আব্দুল হামিদ (৭০) ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করলে ডুকরে কান্নায় ভেঙ্গে পড়ে। রংপুরের পীরগঞ্জ সংসদীয় আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার ছেড়ে দেয়া আসনে ড. শিরিন শারমিন চৌধুরী বর্তমানে এমপি। সেই উপজেলার মানুষের জনদুর্ভোগ কিছুতেই লোকজন মানতে রাজী নয়।

গত ৫/৬ মাস পূর্বে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা গ্রাম দুটির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া সত্বেও কাজের কোন সাড়া পাওয়া যায়নি। বড় আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান সাহেবের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন উপজেলা মাসিক সভায় বিষয়টি উথ্যাপন করা সত্বেও কাজ না হওয়ায় তিনি আশাহত।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...