রংপুরের পীরগঞ্জে দুই সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যা

তারিখ:

স্ত্রীর ওপর অভিমান করে দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বাবা। নিহতের নাম আবেদ আলী(৩০)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খসটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও আবেদ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবেদ ঢাকায় রিকশা চালাতেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে স্ত্রী-সন্তানদের দেখতে না পেয়ে শনিবার সন্ধ্যায় তিনি একই উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে রাতে দুই সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন। তবে আবেদের স্ত্রী তাঁদের সঙ্গে আসতে রাজি হয়নি। ওই রাতেই আবেদকে ঘরের আড়ায় বাঁধা রশিতে ঝুলন্ত পাওয়া যায়। দুই সন্তানকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাবা আবেদ আলী তাদের বিস্কুটের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছিলেন।

গুরুতর অবস্থায় শিশু অনা (৫) ও আপন বাবুকে(৩) পরিবারের অন্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল সকালে অনা মারা যায়। আপনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

খবর পেয়ে গতকাল সকালে আবেদের স্ত্রী ওয়ালেদা বেগম স্বামীর বাড়িতে ছুটে আসেন। স্বামী-সন্তানকে হারিয়ে তিনি বাক্রুদ্ধ হয়ে পড়েন। সংসারে অভাব-অনটনসহ বিভিন্ন কারণে আবেদ আলী কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়ায় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে পরিবার, এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে।

এব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আবেদ ও তাঁর মেয়ের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...