পীরগঞ্জে করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাল্টে যাচ্ছে মানচিত্র

তারিখ:

রংপুরের পীরগঞ্জে প্রতি বছর বর্ষা মৌসুমে ভারি বর্ষণে উজানের পানি বৃদ্ধির ফলে করতোয়া নদী ভাঙ্গনে নদীর তীরবর্তী গ্রাম গুলোর আবাদি জমি ঘর-বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। নদী ভরে গিয়ে উপজেলার চতরা ইউনিয়নের কুমারপুর, ঘাষিপুর, কুয়াতপুর, হামিদপুর, বদনাপাড়া, বড় ভগবানপুর, সোনাতলা, অন্তরামপুর, ছন্দলপুর, কুলানন্দপুর, নিশ্চিন্তপুর, চন্ডিপুর, চকভেকা, টুকুরিয়া ইউনিয়নের রামকানুপুর, বিছনারচর, আব্দুল্যাপুর চর, ভিটাপাড়া, দুধিয়াবাড়ী, পারবোয়ালমারী, মেরীপাড়া, সুজারকুটি, তরফমৌজা, রামকানুপুর, জয়ন্তিপুর, কাবিলপুর ইউনিয়নের বিডিসি মোড়, হলদিবাড়ী, গাংজোয়ার, ঘনশ্যামপুর, সোনাতলা, বড় আলমপুরের ধর্মদাসপুর, তাঁতারপুর, হোসেনপুর, রসুলপুর, শিমুলবাড়ী, পত্নীচড়া, রামনাথপুর, চৈত্রকোল ইউনিয়নের দানিশনগর, সোনারপাড়াসহ ৪২টি গ্রাম নদী ভাঙ্গনের তীব্রতায় হারিয়ে যাচ্ছে। পাল্টে যাচ্ছে ওই গ্রাম গুলোর মানচিত্র।

সরেজমিনে দেখা গেছে সুজারকুটি উচ্চ বিদ্যালয় নদী ভাঙ্গনের ফলে বিলীন হতে বসেছে। অপরদিকে দুই গ্রামের ৫’শ বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে পানিতে পরিণত হয়েছে। কৃষি ফসলী জমিতে এখন শোভা পাচ্ছে কাঁশবন। এর ফলে ওই এলাকার ২’শ কৃষক বলেন নদী গর্ভে জমি বিলীন হয়ে যাওয়ায় এখন অনেকটাই ভূমিহীন অবস্থায় আমরা জীবন যাপন করছি। বিছনারচর গ্রামের হবিবর, ফুল মিয়া, আজিজ, মমদেল বলেন, দেশ স্বাধীনের পর হতে করতোয়া নদী বন্যার পানিতে বিছনারচর ও ভিটাপাড়া ভেঙ্গে আমাদের শহর বন্দরে যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাড়ায় নৌকা। ইতিমধ্যেই জেলে সম্প্রদায় বিছনারচর গ্রামের জয়নাল বলেন বন্যার পানির কারণে বাড়ি ঘর নদীতে সম্পূর্ণ বিলীন হওয়ায় অবশেষে জীবন বাঁচার তাগিদে ঢাকায় অবস্থান করছে। অন্যদিকে, খরা, বন্যা, অতি বৃষ্টি, অনা বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগে বেঁচে আছে ওই অঞ্চলের মানুষগুলো। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরে চর অঞ্চলে জমির ফসল বিনষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজাহারুল ইসলাম বলেন, করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। তবে আমরা ওই সব ইউনিয়ন গুলোতে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছি। প্রয়োজন হলে আরও ত্রাণ বিতরণ করা হবে। টুুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শাহিন বলেন বর্তমানে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই টিকে আছি। গ্রাম গুলোতে বাঁধ নির্মাণ পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ মন্ত্রণালয় এগিয়ে আসলে নদী ভাঙ্গন বন্ধ করা যাবে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...