পীরগঞ্জে আধা অভিজ্ঞ যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ

তারিখ:

বৃহস্পতিবার, ১২:৩০ পীরগঞ্জে আধা অভিজ্ঞ যুবক-যুবতীদের মাঝে কারিগরি প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়েছে। তাদের প্রশিক্ষণের বিষয় ছিল কম্পিউটার ট্রেনিং, স্যালোমেশিন পাওয়ার ট্রিলার, ফ্রিজ, টেলিভিশন, এসি মেরামত, টাইলস কমোড-থাই গ্লাস ফিটিং, ফিক্সিং। এসব প্রশিক্ষণে ১৫ ইউনিয়নের প্রত্যেক ইউনিটে ৩০ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মেয়েদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ছিল উল্লেখযোগ্য। ছেলেদের প্রশিক্ষণগুলো ২২ মে শুরু হয়ে ২৭ জুন শেষ হয়।

পীরগঞ্জে আধা অভিজ্ঞ যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ

উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগ এর সহযোগিতায় ১৫ দিনের এই প্রশিক্ষণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথি, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, মিঠিপুর ইউপি চেয়ারম্যান মুসা আলী মন্ডল সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ্য করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, আমাদের এলাকার বেকার যুব সমাজকে বেকারত্ব ঘোচানোর জন্য আমাদের এ প্রশিক্ষণ, যার মাধ্যমে তারা নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ণ ঘটাটে পারবে। শুধু তাই নয়, ছেলেদের তুলনায় মেয়েরাও এখন অনেক এগিয়ে গেছে। পরনির্ভরশীল না থেকে নিজের পায়ে দাড়ানো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল।

আরও পড়তে পারেন: পীরগঞ্জে করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পাল্টে যাচ্ছে মানচিত্র

মোনায়েম সরকার মানু বলেন, আমাদের যুব সমাজ আজ নষ্টের পথে, তারা যেন ভুল পথে না যায়, মাদক সেবন না করে, নিজের যোগ্যতায় কিছু করতে পারে এই প্রত্যাশায় আমরা করি। আগামীতে আরো বেশি বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বক্তব্য শেষে পীরগঞ্জ থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন।

অপরদিকে একই প্রজেক্টের আওতায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)’র অর্থায়নে দন্ত ও চোখের চিকিৎসা করার যন্ত্রপাতি এবং চৈত্রকোল জাফরপাড়া, টুকনিপাড়া, চতরা সাব সেন্টারে চেয়ার টেবিল বিতরণ করা হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুদার রহমান, ডা. বিদ্যুৎ কুমার সরকার ও ডা. আতাউর রহমান সরকার প্রমুখ।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...