পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৮টি ঘর ভস্মীভূত

তারিখ:

রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৮টি ঘর ভস্মীভূত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮টি ঘরসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।  ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলা কুমেদপুর ইউনিয়নের বেড়াখাই গ্রামে।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ বেড়াখাই গ্রামের আফছার আলীর পুত্র ইলিয়াস হোসেন (৩২) এর সাথে বড়দরগাহ ইউনিয়নের পাবর্তীপুর গ্রামের মোকছেদ হাজীর পুত্র ধাপেরহাট পীরপাল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে।

আরও পড়তে পারেন: টানা অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা চেয়েছে সরকার

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০.৩০ সাইদুর মুন্সি ও তার লোকজন ইলিয়াসের চাচা নজির হোসেনের বাড়িতে প্রবেশ করে। বাগবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে সাইদুর মুন্সির লোকজন পেট্রোল ছিটিয়ে নজির হোসেন, তোজাম্মেল, আনাউল, আশিকুর, মনিরুল, জয়ফুল, আল-আমিনের বশত বাড়িতে অগ্নি সংযোগ করে। মুহুর্তের মধ্যে ৮ টি বাড়ি সম্পূর্ণ রূপে পুড়ে ছাই হয়।

সংবাদ পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত থাকায় ০১ জনকে গ্রেফতার করে পীরগঞ্জ থানায় নিয়ে আসেন। ওইদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, পরিধেয় বস্ত্র ও কম্বল প্রদান করেন।

আরও পড়তে পারেন: ১০ রোল টয়লেট পেপার দিয়ে তৈরি বিয়ের পোশাক

অপর দিকে নজির হোসেন ও আবুল কাশেমকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। এ ঘটনায় ইলিয়াস আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৩২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং- ৫/১৬, তারিখ ০৯.০৭.২০১৬।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গতকাল শনিবার এই ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের ধরার জোর প্রচেষ্টা চালাচ্ছি।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

1 মন্তব্য

মন্তব্য বন্ধ।

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...