প্রচার প্রচারণার প্রতিযোগিতায় জমে উঠেছে পীরগঞ্জ পৌরসভা নির্বাচন

তারিখ:

আগামী ৭ আগস্টের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পথসভা, মিছিল মিটিং, গণসংযোগ ও নানান ধরণের প্রচার প্রচারণার প্রতিযোগিতায় জমে উঠেছে। ছোট বড় সড়কের দু’ধারে, পাড়া মহল্লায় ছেয়ে গেছে প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে পোস্টারে। পৌর এলাকার চা-পানের দোকানগুলোতে চলছে প্রার্থী, কর্মী সমর্থক ও ভোটারদের বিরামহীন সরব আলোচনা। চলছে হিসেব নিকেষসহ নিজেদের মনোনীত প্রার্থীদের গুণকীর্তন, চলছে তর্ক বিতর্ক। নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গত ১২ জুলাই মনোনয়ন পত্র দাখিল, বাছাই ও ২৩ জুলাই প্রতীক বরাদ্দের পর বর্তমানে চলছে প্রচার প্রচারণা। নবগঠিত এ পৌরসভায় ১৩টি গ্রাম, ৯টি ওয়ার্ডের ১২ হাজার ৯শ ৩৭ জন ভোটার আগামী ৭ আগস্ট রোববার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন পীরগঞ্জ পৌরসভার প্রথম সৌভাগ্যবান মেয়র।

পীরগঞ্জ পৌরসভা নির্বাচন এর সকল খবর পড়ুন

মেয়র পদপ্রার্থী যারা
মেয়র পদপ্রার্থী যারা | প্রচার প্রচারণার প্রতিযোগিতায় জমে উঠছে পীরগঞ্জ

নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭জন সহ মোট ৬১জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলো- আ’লীগ মনোনীত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর পুত্র আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম শামীম (নৌকা), জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মন্ডল সেবু (ধানের শীষ), পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র সায়দুর রহমান (নারিকের গাছ) ও পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি স্বতন্ত্র এ্যাড. কাজী লুমুম্বা লুমু (জগ) প্রতীক। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী হয়েছে ১০জন এরা হলো- ১নং ওয়ার্ডে (১,২,৩) আনজুয়ারা খাতুন (ভ্যানিটি ব্যাগ), এছমোত আরা (মৌমাছি), জেবুন নাহার খাতুন (কাঁচি) ও রুজি বেগম (পুতুল); ২নং ওয়ার্ডে (৪,৫,৬) লায়লা আন্তাহার বানু এমিলী (আঙ্গুর), ছালমা বেগম (কাঁচি), ফেরদৌসী বেগম (মৌমাছি) ও ফুলেরা নাসরীন (ভ্যানিটি ব্যাগ) ও ৩নং ওয়ার্ড (৭,৮,৯) শিউলী বেগম (আঙ্গুর) ও জেসমীন আখতার (কাঁচি)।

সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৪জন, ২ নং ওয়ার্ডে ৪জন, ৩ নং ওয়ার্ডে ৪জন, ৪ নং ওয়ার্ডে ৫জন, ৫ নং ওয়ার্ডে ৫জন, ৬ নং ওয়ার্ডে ৮জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন ও ৯ নং ওয়ার্ডে ৫ জন মোট ৪৭জন প্রার্থী রয়েছে।

এবারের নির্বাচনে আলোচিত দিক হচ্ছে সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে একই পরিবারের ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ছাড়াও একই ওয়ার্ডে শ্যালক-দুলাভাই, ভাই এর বিরুদ্ধে বোন, চাচাত ভাই ও জেঠাত ভাই প্রার্থী হয়েছেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...