পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই চেষ্টা, আটক ৫, ক্রসফায়ারে নিহত ১

তারিখ:

পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই ও এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টায় মাইক্রোবাসসহ আটক ৫, ক্রসফায়ারে নিহত ১

পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই ও এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার আনুমানিক বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পীরগঞ্জ-খালাশপীর সড়কের চৌরাহাটের নিকটে ওই ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টার মধ্যে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ৫ দূর্বৃত্তকে পুলিশ আটক করে। এ সময় অধ অপহৃত ব্যবসায়ী হাফিজুর রহমানকে টাকাসহ উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বড়আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামের দুলা হাজীর ছেলে বিশিষ্ট পাট ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৬) ঘটনার দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর পীরগঞ্জ শাখা থেকে ১২ লক্ষ টাকা উত্তোলন করেন। এই ১২ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ তার বড় ভাইকে দিয়ে বাকি ১০ লক্ষ টাকা নিয়ে মোটর সাইকেলে খালাশপীর হাটের দিকে যেতে থাকে। চৌরাহাট পার হওয়ার পর নিয়ামতপুর নামক জায়গায় পিছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে মোটর সাইকেলের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ডিবি পুলিশের (গোয়েন্দা পুলিশ) পোশাক পরিহিত কয়েকজন নেমে হাফিজুর রহমানকে ডিবি পরিচয় দিয়ে জানায় যে তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি সন্দেহ প্রকাশ করায় তাকে ধাক্কা দিয়ে তার টাকার ব্যাগ সমেত মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে গাড়িটি খালাশপীরের দিকে রওনা দেয়।

পীরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে মাইক্রোটার পিছে ছুটতে থাকে। তাছাড়া হাফিজুর রহমান পাটের ব্যবসা করে সেই সুবাদে তাদের পরিচিত লোকজনের মাধ্যমে খুব দ্রুত খবরটা ছড়িয়ে পরে। মাইক্রোবাসটি খালাশপীর দিয়ে ভেন্ডাবাড়ি রোডে চলে যায়।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, “আমি রংপুর থেকে আসার পথে যখন ঘটনাটি জানতে পারি তখন বড়দরগাহ থেকে গাড়িটির খোঁজে ছুটতে থাকি। ভেন্ডাবাড়ি গিয়ে শুনি যে সেটি মিঠাপুকুর থানার শাল্টি গোপালপুরের দিকে চলে গেছে। আমাদের স্থানীয় ফোর্স ও স্থানীয় জনগণ সে পথে যাওয়ার চেষ্টা করি। শাল্টি গোপালপুর চৌপদী নামক স্থানে সিদ্দিক নামে একজন মেম্বর ছিলেন যিনি ঘটনাটি জানার পর বসার বেঞ্চ দিয়ে রাস্তা আটকে মাইক্রোবাসটির গতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু গাড়িটি দ্রুত বেগে বেঞ্চ ভেঙ্গে চলে যায় আর সেই বেঞ্চ ছিটকে সিদ্দিক মেম্বর আঘাতপ্রাপ্ত হন। ওই রাস্তা থেকে দূরে একটা ছ’মিল আছে সেখানে লোকজন খবর পাওয়ার পর গাছের গুড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। গাড়িটি ছ’মিলের কাছে পৌঁছলে গুড়ি দেখে যখন ফেরত আসার চেষ্টা চালায় তখন আমরা আর স্থানীয় লোকজন মাইক্রোবাসসহ দৃর্বৃত্তদের আটক করি। হাফিজুরকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেলে পাঠানো হয়। ”

আটককৃতরা হল, মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া গ্রামের ইসলাম হাওলাদারেরপুত্র ইউসুব হাওলাদার (২৬), বরিশালের সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র হুমায়ুন কবির (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলক গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), ভোলা জেলা সদরের বাংলাবাজার গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র সাব্বির আলী (১৮), চাঁদপুরের মতলব উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মৃত নেওয়াজ আলী প্রধানের পুত্র মোহন প্রধান (৩৩)। এদের নামে থানা ডাকাতি মামলা দায়ের করা হয়।

১০ লক্ষ টাকা থেকে পীরগঞ্জ থানা পুলিশ বিভিন্নভাবে ৯ লক্ষ ৭৬ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানায় হুমায়ুন কবির ছিনতাইকারী দলের নেতা ছিল। তার আরো যারা সহযোগী ছিল তাদের গ্রেফতার করতে আর বাকি যে টাকা তা উদ্ধার করতে চন্ডিপুর নামক স্থানে গেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হুমায়ুন কবির নিহত হয়। এতে পুলিশের একজন অফিসার ও দুইজন কনস্টেবল আহত হয়।

ওই মাইক্রোবাসের ভিতরে এবং বাহিরে দুই ধরনের নাম্বার ব্যবহার করা হয়েছে। একটি হলো-ঢাকা মেট্রো চ-১১-৫৪৮০ অপরটি হলো ঢাকা মেট্রো চ-১৫-১১৩০।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...