মেলা আরো দুইদিন বাড়লো!

তারিখ:

পীরগঞ্জে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া বৈশাখী মেলা আরো দুইদিন বাড়ানো হয়েছে

উদ্যোগ এস.এস.সি.’৯০ এর আয়োজনে পীরগঞ্জে পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া বৈশাখী মেলাকে আরো দুইদিন বাড়ানোর ঘোষণা দেন মেলা কমিটি। প্রথমে মেলা কমিটি তিনদিন ব্যাপী মেলা করার ঘোষণা দিয়েছিলো, পরে তা আরো দুইদিন বাড়িয়ে পাঁচদিন করা হয়, তারপর আরো দুইদিন বাড়ানো হয়। আর সর্বশেষ গতকাল তা আরো দুইদিন বাড়িয়ে নয়দিন করা হলো।

গতকাল রবিবার রাতে মেলায় ছিলো সাধারণ মানুষের প্রচুর ভীড়। রাত বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা বাড়তে থাকে। রংপুরের বাউল শিল্পী আশরাফ ভান্ডারী আসছেন শুনে উৎসুক জনতার ঢল নামে।

রাত প্রায় সাড়ে আটটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, এতে চ্যানেল আই খুদে গানরাজ সেতু ও পরে মাসুদ গান পরিবেশন করেন। ধীরে ধীরে দর্শক আরো বাড়তে থাকে। প্রায় হাজার চারেক দর্শকে গিজগিজ করতে থাকে ছেট্ট স্কুল মাঠটা।

রাত দশটার পরে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মঞ্চে মেলা কমিটির সদস্যরা উঠে আসেন। এতে মেলা কমিটির সভাপতি, এটিএন বাংলার জেষ্ঠ্য সাংবাদিক কেরামতউল্লাহ্ বিপ্লব দর্শকদের উদ্দেশ্যে বলেন, “এর চেয়ে বড় পরিসরে আমরা মেলা করতে চাই। এবার হয়তো আশরাফ ভান্ডারী, মাসুদ কিংবা সেতুর মতো শিল্পীরা আসছে, আরো বড় বড় শিল্পীরা আসবে যদি পীরগঞ্জের পরিবেশ আপনারা সুন্দর রাখতে পারেন, পারবেন কি আপনারা?” দর্শকরা তার ছুঁড়ে দেওয়া প্রশ্নের উত্তরে একবাক্যে হ্যাঁ বলে ওঠেন। তিনি মেলা কমিটির সবাইকে সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, “এইরকম আনন্দদায়ক অনুষ্ঠানের বেশি বেশি আয়োজন করা উচিত। তাহলে পীরগঞ্জ থেকে অপরাধ কমে যাবে, মানুষ ভালো কাজে মন দিবে। আমি চাই আমার বন্ধু শামীম পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেলাকে আরো দুইদিন বাড়ায়ে দিক।”

পীরগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেলার আয়োজক তাজিমুল ইসলাম শামীম দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন। উপস্থিত প্রায় সকল দর্শকদের অনুরোধে তিনি মেলাকে আরো দুইদিন বাড়ানোর ঘোষণা দেন।

এরপরে মঞ্চে আসেন আশরাফ ভান্ডারী। তিনি তাঁর সুরেলা কন্ঠে জনপ্রিয় সব বাউল গানে সবাইকে মাতিয়ে রাখেন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...