মাজার শরীফ মাদ্রাসায় তালা!

তারিখ:

পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম মাজার শরীফ দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় ছাত্র, অভিভাবকগণ ক্লাসরুম এবং অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে গত ৩০/০৩/২০১৫ তে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। যথাযথভাবে বিধি অনুসরণ করে অন্যান্য সদস্য মনোনীত হয়।

গত ০৬/০৪/২০১৫ তারিখে উপজেলা শিক্ষা অফিসে সভাপতি গঠনের লক্ষ্যে সভা আহ্বান করা হলে দাতা সদস্য মো. আবু বক্কর মন্ডলকে কোরাম সংখ্যক সদস্য সভাপতির নাম প্রস্তাব করলে জনৈক আনিছার রহমান নামে এক ব্যক্তি পীরগঞ্জ আসনের এম.পি ড. শিরিন শারমীন চৌধুরী’র ডিও লেটার দেখালে অন্যান্য সদস্যগণ এতে সম্মতি জ্ঞাপন না করলে সভা মুলতবি ঘোষণা করা হয়। পরের দিন থেকে মাদ্রাসার সুপার মো. নাসির উদ্দিন মাহমুদ মাদ্রাসায় অনুপস্থিত থাকলে গতকাল অভিভাবকগণ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়।

মাদ্রাসার পূর্বের সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া ছোট উমরপুর গ্রামের অভিভাবক রঞ্জু মিয়া সহ বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে স্থানীয় কোন ব্যক্তি মাদ্রাসায় সভাপতি নির্বাচিত হলে মাদ্রাসার উন্নয়ন হবে। পীরগঞ্জের অভিভাবক মাননীয় সংসদকে তার দেয়া ডিও লেটার প্রত্যাহার করার জন্য এলাকাবাসী আকুল আবেদন জানাচ্ছে। এ ব্যাপারে ডিও লেটার প্রাপ্ত আনিছার রহমান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “মাদ্রাসার সদস্যগণ ডিও লেটার গ্রহন না করলেও সুপার সাহেব গ্রহণ করেছে।”

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...