আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো পীরগঞ্জ ইয়ুথ ফোরাম

তারিখ:

গত শুক্রবার ০৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় রংপুরের পীরগঞ্জে কিছু স্বপ্নবাজ তরুনদের নিয়ে কছিমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো পীরগঞ্জ ইয়ুথ ফোরাম (PYF)। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী, অতিথি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ‘স্বপ্ন দেখি, স্বপ্ন ছুঁই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মপ্রকাশ করে এই সংগঠনটি।

পীরগঞ্জ ইয়ুথ ফোরাম এর কর্মসূচিতে শিক্ষার্থীবৃন্দ
পীরগঞ্জ ইয়ুথ ফোরাম এর কর্মসূচিতে শিক্ষার্থীবৃন্দ

দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পীরগঞ্জের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে এই সংগঠনটি। এই সংগঠনের উদ্দেশ্য ব্যপক ও বিস্তৃত। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে আগ্রহী করে গড়ে তোলা, উজ্জল ভবিষ্যত জীবনের স্বপ্ন দেখানো, সফল ক্যারিয়ার গড়তে সাহায্য করা, পারস্পরিক সাহায্য, সহযোগিতা করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

গত শুক্রবার আয়োজনের উদ্দেশ্য ছিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তাদের উচ্চ শিক্ষায় সঠিক দিক নির্দেশনায় উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানের দিন বৃষ্টি পড়ছিলো অঝোরধারায়। আয়োজকরা বৃষ্টির জন্য অনুষ্ঠান হওয়া নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলো, কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ধীরে ধীরে শিক্ষার্থীদের সমাগম বাড়তে থাকে। একসময় হলরুমে জায়গা দেওয়া প্রায় সংকুলান হয়ে পড়েছিলো।

স্যার গনিতে ভালো করতে হলে কি করতে হবে? মেডিকেলে চান্স পেতে হলে কত ঘন্টা পড়তে হয়? ভার্সিটির শিক্ষক হতে হলে শুধু কি ভালো রেজাল্ট দরকার না অন্য কিছু? শরীরের সব কোষের DNA গুলো জোড়া লাগালে ২৩ বার চাঁদে পাড়ি জমানো যায়। এমন মজার মজার তথ্য ও প্রশ্নের উত্তর নিয়ে পীরগঞ্জ ইয়ুথ ফোরাম এর সেমিনারটি ছিলো অনেক প্রাণবন্ত।

আয়োজকদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বাহারুল কায়েস বলেন, ‘সত্যিই আমরা খুবই আনন্দিত এমন একটি প্রোগ্রাম আয়োজন করতে পেরে। ভবিষ্যতেও আমরা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে চাই এমন আয়োজন নিয়ে। যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে আশা করছি।’

 আলোচকবৃন্দের একাংশ
পীরগঞ্জ ইয়ুথ ফোরাম- এর ‘স্বপ্ন দেখি, স্বপ্ন ছুঁই’ এর আয়োজক ও আলোচকবৃন্দের একাংশ

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাখিনুর ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের সহকারী অধ্যাপক মো. হান্নান মিয়া, তরুণ উদ্যোক্তা শাহ্ জামাল চৌধুরী রেয়ার, বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক খান প্রান্ত এবং প্রথম বর্ষের শিক্ষার্থী নয়ন কুমার শীল, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহসানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উদিত প্রান্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের রসায়ন প্রকৌশল বিভাগের আতিক সবুজ।

ড. মো. শাখিনুর ইসলাম বলেন, ‘তোমরা পাঠ্য বই বুঝে পড়ো, গ্রুপ স্টাডি করো, সাথে গল্পের বই পড়। গল্পের বই পড়ার মাধ্যমে বই পড়ার ভিত তৈরী হয়। নিজের জ্ঞানকে সমৃদ্ধ করো। সংগঠন আরো ভালো কাজ করলে ভবিষ্যতে জাফর ইকবার স্যারকে আমন্ত্রণ করবো।’

মো. হান্নান মিয়া বলেন, কোচিং প্রাইভেটের পিছনে না দৌড়ে পাঠ্য বই বুঝে পড়ো, নিজের মাঝে সৃষ্টিশীলতাকে কাজে লাগাও। মুখস্থ করোনা কোন কিছু। না বুঝলে বড়দের কাছে সাহায্য নাও, স্কুল টিচারের কাছে সাহায্য নাও।’

আলোচনার শেষ পর্যায়ে ছিলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। সবাই উৎসাহের সাথে প্রশ্ন করতে থাকে। শিক্ষার্থীদের সাথে অনেকের অভিভাবকও উপস্থিত ছিলেন। এক অভিভাবক বলেন, ‘আমি অনুষ্ঠানের কথা জানতে পেরে মেয়েকে নিয়ে আসছি। খুব ভালো লাগলো এমন উদ্যোগ দেখে। আশা করছি পীরগঞ্জ ইয়ুথ ফোরাম আরো ভালো কিছু করবে।’

কর্মসূচিতে মেয়েরাও অংশ নেয়
কর্মসূচিতে মেয়েরাও সমানভাবে অংশ নেয়

সার্বিক সহযোগিতায় ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেকচারার ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের দিলীপ কুমার সরকার, কছিমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম মান্নু, হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং জনপ্রিয় ব্যক্তিত্ব মমিনুল হক দোয়েল, ডা. রুহুল আমিন বুলেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন এন্ড ক্রাফট এর শিক্ষার্থী মিঠুন চন্দ্র মহন্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুহিবুল্লাহ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গোলাম রাব্বানী সজীব, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমরুল কায়েস, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের বাধন ইসলাম, পীরগঞ্জ টোয়েন্টিফোরের সম্পাদক রণজিৎ কুমার সহ আরো অনেকে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...