পীরগঞ্জে শতাধিক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন

তারিখ:

রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় উপজেলা প্রশাসন ২টি স্যালোমেশিন আটক করে থানায় এনেছে। গত রবিবার সন্ধ্যার পর উপজেলার টুকুরিয়া ইউনিয়নের কোমরসই গ্রাম থেকে মেশিনগুলো আটক করা হলেও গত সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করা হয়নি।

জানা গেছে, রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে বয়ে চলা করতোয়া নদীর দু’ধারসহ উপজেলার শতাধিক স্থানে স্থানীয় প্রভাবশালীরা বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনকারীদের কবল থেকে সাধারণ মানুষ তাদের আবাদি জমি, বসতবাড়ি, রাস্তা-ঘাট, কবরস্থান রক্ষার্থে উপজেলা প্রশাসনের কাছে অসংখ্য লিখিত আবেদন করে। ফলে উপজেলা ভূমি প্রশাসন মাঝে মাঝে বালু উত্তোলন বন্ধে অভিযান চালালেও পরদিন থেকে আবারও বালু উত্তোলন শুরু হয়।

কয়েকমাস আগে উপজেলার অর্ধ শতাধিক বালু উত্তোলনকারীদেরকে নোটিশ দেয়া হলেও তারা থেমে থাকেনি। ইউনিয়ন পর্যায়ে ‍ভূমি অফিসের সহকারী তহশিলদারদের সাথে বালু উত্তোলনকারীরা মাসিক গোপন চুক্তিতে বালু তুলছে এমন অভিযোগ রয়েছে। ফলে বালু উত্তোলনকারীদের কাছে অসহায় পড়েছে ভুক্তভোগীরা।

ওসি রেজাউল করিম জানিয়েছেন, ‘স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই স্যালো ২টি আটক করে থানায় আনার পর জিডি করা হয়েছে। ইউএনও স্যারের পরবর্তী নির্দেশ পাওয়ার পর আইনী ব্যবস্থা নেয়া হবে।’

ইউএনও কমল কুমার ঘোষ বলেন, ‘অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে স্যালোমেশিন আটক করা হয়েছে। আটককৃত মেশিনগুলো ছাড়িয়ে নিতে বালু উত্তোলনকারীরা দেনদরবার করছে বলে জানা গেছে।’

আরও পড়তে পারেন: পীরগঞ্জে অনুমোদন বিহীন ৪২টি ইট ভাটা, বৈধ ভাটার সংখ্যা মাত্র ২টি!

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পুলিশের অতিরিক্ত ডিআইজি

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের...

১স্টার স্বীকৃতি পেল পীরগঞ্জ ফুটবল একাডেমি

ফিফা এএফসি ও বাফুফে কর্তৃক নিবন্ধিত একাডেমিতে ১স্টার স্বীকৃতি...

ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে পীরগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর...