নাক ডাকা – অপূর্ব বর্মন

তারিখ:

নাক ডাকে আর নিত্য জাগে,
শব্দ ছোটে সবার আগে;
নাগরাটার আর কী দরকার,
সব যে আছে নাকেই তার।


নাকের ডাকে সুর আছে রে,
তাও জানিস না-তুই কে রে?
ঘোৎ্ ঘোৎ্ ঘোৎ্ ঘড়্ ঘড়্ ঘড়্
হুমড়ি খেয়ে উল্টে পড়।


বিজ্ঞানের যুগে আজকালকার
মানে আছে নাক ডাকবার;
ঘড়ৎ ঘড়ৎ ঘড়ৎ নাক ডাকলে পড়ে
পেত্নী থাকে অনেক দূরে।
ফুসুরফুসুর ফস্ ফস্ ফস্
ডাকলে নাক, ভূত তারে কয় সালাম বস;
ওসব প্রেতরা থাকে অনেক দূরে
সুর করে নাক ডাকলে পড়ে।


আরও আছে জ্ঞানের কথা,
শুনলে সারে মাথার ব্যাথা-
যে ভালো নাক ডাকতে পারে
ঘুমে ভালো স্বপ্ন দেখতে পারে।
বলছি এসব মিথ্যা বুঝি!
বেশ,ভালো করে দেখনা খুঁজি ;
ভীষণ পাজি বাঁদর দল,
ঘুমের রাজ্যে সঙ্গ চল।

প্রচ্ছদ: তানভীর আহমেদ

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...

আঁধারের পাড়ে

ঘরের মাঝে আলোহীন আঁধারে,জানালার ওপাশে ডুবো সূর্য পরে ঢলে।ক্রমশ...