টাকা – নয়ন চন্দ্র সাহা

তারিখ:

টাকা টাকা করে গেল,
কেটে কত কাল।
টাকার জন্যে কতকাল দেখিনি,
বউয়ের হাসিভরা গাল।
টাকার জন্য ছেড়ে গেল,
এযুগের রাধা।

টাকাতেই যেন আছে সব,
টাকাতেই প্রেম বাধা।
টাকার জন্য আমি আজও,
পথে পথে ঘুরি।
টাকার জন্য রাধারও হয়নি বিয়ে,
তাই হয়ে গেল বুড়ি।

টাকার জন্য প্রেম,
ভেঙ্গে গেল রাসেলের।
টাকার কাছে প্রেমের কি ঠিকানা,
কিইবা ঠিকানা মনের।
টাকার জন্য বিপাসার,
হলোনা সিজার।
টাকার জন্য নেমে এলো,
তার জীবনে মরণ অন্ধকার।

টাকার জোরে হয়,
ফাঁসির মামলা খারিজ।
টাকার অভাবেই সাজা পেল,
বিনা দোষী রমিজ।

টাকাতেই হওয়া মন্ত্রী,
টাকাতেই হওয়া যায় নেতা।
টাকার জোরেই জ্বলছে কারো,
ঘি-চন্দনের চিতা।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কেউ সালামি দেয়নি (প্যারোডি) – এ.এইচ.এম মোবাশ্বের

কেউ সালামি দেয়নি, বাইশ বছর কাটলো কেউ সালামি দেয়নি।ছেলেবেলায়...

নাক ডাকা – অপূর্ব বর্মন

নাক ডাকে আর নিত্য জাগে,শব্দ ছোটে সবার আগে;নাগরাটার আর...

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...