পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ কারমাইকেলে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

তারিখ:

পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ, পরিবহন সংকট নিরসন ও লাইব্রেরী-সেমিনারে নতুন সংস্কারের বই কেনার দাবিতে গত ২১.০৩.১৭ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অধ্যক্ষের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিড, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন। সঞ্চালনা করেন সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরান সরকার।

ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন বলেন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ না হলে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন সংকটের সমাধান হবে না। ক্রাশ প্রোগ্রামের চালু হবার পর থেকে সারা বছর শুধু পরীক্ষাই হচ্ছে ক্লাশ হচ্ছে মাত্র ৪০ থেকে ৪৫ দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিলেবাস সম্পূর্ণ করার জন্য ক্লাশ হতে হবে ২১০ দিন। কিন্তু স্বতন্ত্র পরীক্ষা হল নির্মিত না হলে ২১০ দিন ক্লাশ হবার কোন বাস্তবতা নেই। ছাত্র ফ্রন্টের দাবির মুখে কারমইকেল কলেজে স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ হলেও ক্লাশ রুমের অভাবে একাডেমিক ভবন বানিয়ে ফেলা হয়েছে। কারমাইকেল কলেজে প্রচন্ড আবাসন সংকট রয়েছে এই সংকট নিরসনে প্রয়োজন বন্ধ হল খুলে দেয়া এবং নতুন হল নির্মাণ করা। আর সকল সংকটের সমাধানে চাই বাজেটে বিশেষ বরাদ্দ। আর দাবি আদায়ে চাই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম। আগামি দিনে ছাত্র ফ্রন্ট শিক্ষার সংকট দূর করা জন্য যে আন্দোলন গড়ে তুলবে তাতে সকল শিক্ষার্থীদের যুক্ত হবার আহবান জানান।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

সওজ প্রকৌশলী ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১২ কোটি টাকার

প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও...

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থী তুষারের আত্মহত্যা

রংপুরের সাহেবগঞ্জের তিনমাথার মোড় এলাকার বাসিন্দা এবং বেরোবির শিক্ষার্থী...

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ

দেশে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলগুলোর অনুষ্ঠান প্রচার...

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম...