কম্পিউটার রাখুন পকেটে!

তারিখ:

ভাবুন তো আপনার পকেটে আস্ত একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যেটার আকৃতি আমাদের অতিপরিচিত পেনড্রাইভের মতোই। আবার সেই যন্ত্র কোন মনিটর বা টিভি (এলসিডি, এলইডি)-র এইচডিএমআই (হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেজ) পোর্টে গুঁজে দিয়ে ল্যাপটপ বা ডেস্কটপের মতো কাজ করছেন। সাথে ব্লু-টুথ দিয়ে কি-বোর্ড আর মাউসও জুড়ে ফেললেন। আর ইউএসবি পোর্ট ব্যবহার করে জুড়ে দিলেন প্রিন্টার, স্ক্যানার-এর মতো যন্ত্রও। সঙ্গে ইন্টারনেটও।

ভাবছেন কল্পবিজ্ঞানের গল্প বলছি? না সত্যি। ভারতের বাজারে ইতিমধ্যে এ ধরনের ‘কম্পিউটার-অন-আ-স্টিক’ নিয়ে এসেছে প্রযুক্তি সংস্থা ইন্টেল। তবে ইন্টেল একা নয়, ‘কম্পিউটার-অন-আ-স্টিক’ নিয়ে এসেছে প্রযুক্তি সংস্থা আই-বল। আছে গুগল-এর ‘ক্রোমবাইট’-ও।

ইন্টেলের ‘কম্পিউটার-অন-আ-স্টিক’ যন্ত্রে থাকছে দুই জিবি (ডিডিআর-৩) র‌্যাম আর ইন্টেল-এর কোয়াডকোর অ্যাটম প্রসেসর, এর মধ্যেই পাবেন প্রায় ৩২ জিবি মেমোরি। মেমোরি আরও বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহারের ব্যবস্থাও রয়েছে এখানে। রয়েছে ইন্টেলের নিজস্ব ইন্টিগ্রেটেড হাইপার ডেফিনিশন গ্রাফিক্স। এর সঙ্গে উইন্ডোজের ৮.১ ভার্সনও দিচ্ছে ইন্টেল। ইন্টেলের এই ‘কম্পিউটার-অন-আ-স্টিক’-এ পাচ্ছেন ইউএসবি ২.০ পোর্ট, ওয়াইফাই (৮০২.১১ বি/জি/এন), ব্লু-টুথ (৪.০) এবং টিভি বা মনিটরের সঙ্গে জোড়ার জন্য এইচডিএমআই পোর্ট (১.৪)।

মাইক্রোসফ্‌টের সঙ্গে যৌথ ভাবে ‘কম্পিউটার-অন-আ-স্টিক’ নিয়ে এসেছে আই-বল সংস্থাও। নাম দিয়েছে ‘স্‌প্লিন্ডো’। এতে রয়েছে দুই জিবি (ডিডিআর-৩) র‌্যাম, ইন্টেল-এর কোয়াডকোর অ্যাটম প্রসেসর আর ৩২ জিবি মেমোরি। এটিও উইন্ডোজের ৮.১ ভার্সনে চলবে। এর দাম পড়বে ৯ হাজারের মধ্যে।

এই প্রয়াসে গুগলও পিছিয়ে নেই। চলতি বছরের এপ্রিলে আসুস-এর সঙ্গে যৌথ ভাবে তারা ভারতের বাজারে এনেছে ‘ক্রোম বাইট’। এতেও কোয়াড-কোর প্রসেসর থাকছে। তবে তা এআরএম সংস্থার তৈরি। র‌্যাম থাকছে দুই জিবি। মেমোরি ১৬ জিবি। এ ছাড়া ওয়াইফাই (৮০২.১১ বি/জি/এন), ব্লু-টুথ (৪.০)। এই ‘কম্পিউটার-অন-আ-স্টিক’ চলবে ক্রোম-এ। তবে এখানে মাইক্রসো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা নেই।

অপেক্ষায় থাকুন কবে বাংলাদেশে আসে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কী হয়েছিল ফেইসবুকে? – রাগিব হাসান

অক্টোবর ৪ ২০২১ আমেরিকার কেন্দ্রীয় সময় সকাল ১১টা থেকে...

পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি...

সাবহানাজ রশিদ দিয়া হলেন ফেসবুক বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা

বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে সাবহানাজ রশিদ দিয়া ফেসবুকে নিয়োগ...

সি-মি-উই-৫ এর পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ধীরগতির ইন্টারনেট

বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ এ যুক্ত...