পৃথিবীর মাসতুতো ভাই পেল নাসা

তারিখ:

২০১৫ সালের ২৩শে জুলাই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তারা প্রায় পৃথিবীর সমান আকৃতির একটি গ্রহ খুঁজে পেয়েছে। পৃথিবীর সঙ্গে আকারে-প্রকারে অনেক মিল রয়েছে গ্রহটির বলা যায় পৃথিবীর মাসতুতো ভাই । যদিও নাসা নিশ্চিত করতে পারেনি গ্রহটি আমাদের পৃথিবীর মতো পাথুরে বা জল-বায়ুর অস্তিত্ব আছে কিনা, তবে এযাবত কালের কেপলার প্রজেক্টের পৃথিবীর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ গ্রহ এটি। কেপলার টেলিস্কোপ দিয়ে এই গ্রহটি খুঁজে পাওয়া গেছে।

বিজ্ঞানীরা পৃথিবী থেকে এক হাজার ৪০০ আলোকবর্ষ দূরে গোল্ডিলক জোন এলাকায় অবস্থিত গ্রহটির নাম দিয়েছেন ‘কেপলার ফোর-ফাইভ-টু-বি’। গ্রহটি পৃথিবীর থেকে ৬০ গুন বেশি বড়। পৃথিবী যে দূরত্ব থেকে সূর্যকে পরিভ্রমণ করে, এই নতুন গ্রহটির অবস্থানও এর সূর্য থেকে সেই দূরত্বে। ফলে এটি খুব বেশি গরম বা ঠান্ডা নয়। অনেক দিক থেকেই আমাদের পৃথিবীর মত। ফলে এই গ্রহে পানি থাকার মত উপযোগী পরিবেশ থাকতে পারে, যা প্রাণের উন্মেষ ঘটার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান।

২০০৯ সালে ৬০০ মিলিয়ন ডলারের কেপলার মিশনে কেপলার টেলিস্কোপ এ পর্যন্ত পৃথিবীর সঙ্গে সাদৃশ্য আছে এরকম অন্তত চার হাজার গ্রহ খুঁজে পেয়েছে।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

কী হয়েছিল ফেইসবুকে? – রাগিব হাসান

অক্টোবর ৪ ২০২১ আমেরিকার কেন্দ্রীয় সময় সকাল ১১টা থেকে...

পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি...

সাবহানাজ রশিদ দিয়া হলেন ফেসবুক বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা

বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হিসেবে সাবহানাজ রশিদ দিয়া ফেসবুকে নিয়োগ...

সি-মি-উই-৫ এর পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ধীরগতির ইন্টারনেট

বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’ এ যুক্ত...