অনুষ্ঠিত হয়ে গেল রংপুর জেলা রোভার মুট-২০১৫

তারিখ:

শান্তি ও উন্নয়নের রোভারিং – এই থিমকে সামনে রেখে গত ডিসেম্বরের ২৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে হয়ে গেল ‘২য় রংপুর জেলা রোভার মুট-২০১৫’। রংপুর জেলা রোভার কর্তৃক আয়োজিত এই মুটে ১২টি ইউনিট অংশগ্রহণ করে।

১২টি ইউনিটের মধ্যে কারমাইকেল কলেজের ৩টি ইউনিট, রংপুর সরকারি কলেজের ২টি ইউনিট, রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ২টি ইউনিট এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি বেগম রোকেয়া কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ও শাহ্ আব্দুর রউফ কলেজের ১টি করে ইউনিট অংশ নেয়।

মুটে প্রোগ্রাম চীফ হিসেবে দায়িত্ব পালন করেন, মো. হাবিবুর রহমান। ৩০ তারিখে মহা তাবু জলসা ও ৩১ তারিখে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় রোভার মুট – ২০১৫। শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নির্বাচিত হয় কারমাইকেল কলেজ খ ইউনিট। শ্রেষ্ঠ রোভার হন, মো. শফিকুল ইসলাম সুমন।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত