হিমু নই আমি তার আরেক স্বত্তা

তারিখ:

নিজের অজান্তেই কখন যেন হিমু হয়ে গেছি। না, এখনো লোভটা’কে পুরোপুরি বিসর্জন দিতে পারিনি তবে সব ব্যাপারে উদাসীন থাকাটা ঠিকভাবেই রপ্ত করে ফেলেছি। বাস পুড়ছে, সিএনজি পুড়ছে, মানুষ পুড়ছে, গণতন্ত্র পুড়ছে, মানবতা পুড়ছে, বিবেক পুড়ছে!

আমি এখনো ফেসবুকে কবিতা লিখছি, দুধ চিনি পরিমাণ মতো দিয়ে চা পান করছি, পানশালায় যাচ্ছি, সস্তা প্রেমে রূপাকে খুঁজছি। এখন পকেটবিহীন হলুদ পাঞ্জাবী পরে অপেক্ষা করছি আরেকটি অগ্নিকান্ডের জন্য, গণতন্ত্র পোড়া আগুনে একটা বিদেশী সিগারেট জ্বালিয়ে সুখটান দিতে চাই।

হিমুদের তো আবেগ থেকে দূরে থাকতে হয় তাই তাদের কোনো কষ্ট পেতে নেই। যদি কষ্ট এসে ধরা দেয় তবুও তারা একে আলিঙ্গন করে নেয়। খানিকটা মোহনীও কথা বলে কষ্টটা আরো বেড়ে দেয়, নিজের জন্য নয়। রুপাদের জন্য। তাই রুপারা হিমুকে বুঝতে চেয়ে হাপিয়ে উঠে তাকে দূরে ঠেলে দেয়।

***পীরগঞ্জ টোয়েন্টিফোরে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।***

মিঠুন চন্দ্র
মিঠুন চন্দ্র
মিঠুন চন্দ্র মহন্ত, একজন উঠতি লেখক এবং বাম রাজনীতির সাথে জড়িত।

শেয়ার করুন:

Subscribe

জনপ্রিয়

এমন আরও
সম্পর্কিত

পঙক্তির বেশে – তাহসীন জাওয়াদ

কত রঙিন এসব অগোছালো রঙঅস্ফুটস্বরে সবই আজ একাকারযাদের মাঝে...

হারানো তুমি – সুব্রত কুমার বর্মন

সত্তার অন্তরালে লুকিয়ে থাকা কিছু সত্য,অথবা কিছু মিথ্যের আড়ালে...

বাঙালির রেড জোন – রোহিত হাসান কিছলু

টিভিতে খবরটা দেখেই খুশিতে লাফিয়ে উঠলেন সামাদ সাহেব। তারপর...

আঁধারের পাড়ে

ঘরের মাঝে আলোহীন আঁধারে,জানালার ওপাশে ডুবো সূর্য পরে ঢলে।ক্রমশ...